মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক: গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ম্যাথু হামফ্রিজ ও জর্জ ডকরেলের পর বেন হোয়াইটের ক্যাচ তালুবন্দি করলেন তানজিদ হাসান তামিম। তাতে বিরল এক নজির গড়েছেন তিনি। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ফিল্ডার হিসেবে টি-টোয়েন্টিতে পাঁচটি ক্যাচ নিলেন তানজিদ তামিম।
সব মিলিয়ে তৃতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে আউট ফিল্ডে পাঁচটি ক্যাচ নিলেন তানজিদ। অন্য দুই জন হলেন সুইডেনের সেদিক সাহাক ও মালদ্বীপের ওয়েদাগে মালিন্দা। তবে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে তামিম একাই ৫টি ক্যাচের রেকর্ড গড়লেন।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে তানজিদ তামিমের বিশ্ব রেকর্ডের দিনে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে ১১৭ রানে অলআউট হয়ে গেছে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করে পল স্টার্লিং। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজ ও রিশাদ।
পাওয়ার প্লেতে রীতিমতো ঝড় তুলেছিল আয়ারল্যান্ড। তবে পাওয়ার প্লের পরপরই পথ হারায় তারা। বিশেষ করে রিশাদ হোসেন দুর্দান্ত বোলিং করেছেন। এই লেগি দ্রুত উইকেট তুলে চাপে ফেলে আইরিশদের। এরপর আর তারা ম্যাচে ফিরতে পারেনি।
৪ ওভারে মাত্র ২১ রানে ৩ উইকেট নিয়েছেন রিশাদ। চলতি বছর সব মিলিয়ে তার শিকার ৩৩ উইকেট। সর্বশেষ বছরে ৩৫ উইকেট নিয়েছিলেন তিনি। বিশ্বের মাত্র তৃতীয় বোলার হিসেবে একাধিক বছরে ৩৩ বা এর বেশি উইকেট নিলেন রিশাদ।