প্রত্যয় নিউজ ডেস্কঃ ২০২০ সালের বুকার পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করা হল। মাতৃভাষায় উপন্যাস লিখে পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যখেতাব জিতে নিলেন মার্কি লুকাস রিনভেল্ড। তার লেখা উপন্যাসটির নাম, “দ্য ডিসকমফর্ট অব ইভিনিং।”
বিশ্বের তরুণতম বুকারজয়ী তিনি। ২৯ বছর বয়সে তার পুরস্কারপ্রাপ্তি আলোড়ন তুলেছে গোটা বিশ্বে। প্রথম ডাচ ঔপন্যাসিক হিসেবে এই পুরস্কার পাচ্ছেন তিনি। এই বইটি ইংরেজিতে অনুবাদ করেছেন মাইকেল হাচিসন নামক এক অনুবাদক। এই পুরস্কারের অংশীদার তিনিও।
বাস্তব জীবনে রিনভেল্ড একটি ডেইরি ফার্মে চাকরি করেন। নিজেও অল্পবয়সে ভাইকে হারিয়েছেন। সেই বিষাদের ছায়াতেই এই উপন্যাস নির্মিত।
‘দ্য ডিসকমফর্ট অব ইভিনিং’ বইটির কেন্দ্রীয় চরিত্র একটি দশ বছরের বালিকা, যার নাম জশ। ভাই ম্যাথিস আইসস্কেটিংয়ে নিয়ে যায়নি বলে তার ওপর রাগ করে। রীতিমতো অভিশাপও করে। তার কথা ফলেও যায়। সেই দিনই মৃত্যু হয় ম্যাথিসের। ঘটনার অভিঘাতে পঙ্গু হয়ে যায় জশের বাবা-মা। গোটা উপন্যাসটি আবর্তিত হয় তার পরবর্তী বিষাদ ও মানসিক টানাপোড়েনকে ঘিরেই।
এদিন বিচারকদের প্রধান টেড হডকিনসন বলেন, “ব্যতিক্রমী বিষয়, অবিশ্বাস্য প্রেক্ষাপটে নির্মিত এই উপন্যাস আমাদের এই রিক্ত বাস্তব থেকে ক্রমেই অনতিক্রম্য সময়রেখায় নিয়ে যায়।”
এ বছর বুকারের জন্য ৩০টি ভাষার মোট ১২৪টি বই বেছে নেওয়া হয়েছিল। মূল বিজেতা অর্থাৎ রিনভেল্ড ও হ্যাচিসন যৌথভাবে ৫০ হাজার ইউরো পাচ্ছেন। সূত্র: নিউইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান, ইভিনিং স্ট্যান্ডার্ড
ডিপিআর/ জাহিরুল মিলন