শেষ কি হলো?
– বিষ্ণু সাহা
আকাশ কালো মেঘ সাদা
নাকি কালো মেঘ আর সাদা আকাশ
সাদা কালো নাকি কালোই সাদা
সত্যিই কি তাতে কিছু আসে যায়
আমার ঠিক তোমার ভুল
নাকি ভুল আমার আর ঠিকটা তোমার
ঠিকই ভুল নাকি ভুলই ঠিক
সত্যিই কি তাতে কিছু আসে যায়
আমার শুরু তোমার শেষ
নাকি শুরুটা আমার আর শেষটা তোমার
শুরুই শেষ নাকি শেষটাই শুরু
সত্যিই কি তাতে কিছু আসে যায়
বেলাশেষে,
আকাশটা যখন মেঘে মেশে
আকাশ আর মেঘটাকে কি
আলাদা করা যায়?
যায় না ।
অবশেষে,
ঠিক যখন এসে হেসে দাড়ায় ভুলের পাশে
ঠিক আর ভুলটাকে কি
আলাদা করা যায়?
যায় না ।
দিনের অন্ধকারে রাতের আলোতে
শেষ যখন খুব করে চাই শুরুটাকে
শুরু কি একটুকু ও মাথা নোয়ায় না?
তাহলে বলো..
সবশেষে ও
শেষ কি হলো?