আড়ালে
– বিষ্ণু সাহা
ফেরানো কি যায়
হারানো সে পথ
নির্দ্বিধায় বেঁকে গেছে যা
দুটো অচেনা অন্যদিকে
ফেরানো কি যায়
অদেখা অজানা সে দিন
অসম্ভব আস্পর্ধায় কেটে গেছে যা
অচেনায় হয়েছে বিলীন
দুচোখ ভরা স্বপ্ন
যার দুহাত ভরা আশা
কি যেনো হয়েছিলো তার
না বলা কথায়
হারিয়েছিলো ভাষা
দুটো মন ছিলো দুজনার
আলাদা পথে ভিন্ন রাস্তা
এতোটাই কি ছিল কঠিন
পারতোনা! দুজন দুজনার হতে
হারিয়ে শহর ভুলিয়ে সমস্তটা
কি যেন হয়েছিলো তার
বলতে পারেনি যা ছিলো বলার
সত্যিই ছিলো না পথ ফেরার
নিয়ে মুখে হাসি লুকিয়েছিল ব্যাথা
কি যেন হয়েছিলো তার
হারিয়েছিলো কথা
যা হওয়ার তাই কি হয়েছে
বদলে গিয়েও যা একই আছে
সেই আলাদা শহরের ভিন্ন রাস্তা
ভিন্ন হয়েও তো সেই একই রয়েছে
যা হওয়ার তাই কি হয়েছে
বদলে গিয়েও যা একই আছে
সেই না বলা কথা লুকানো ব্যাথা
না বলেও সে কি শুনতে পেয়েছে
যা হওয়ার তার সবটাই কি হয়
সবশেষে ও তো কিছু বাকি পরে রয়
স্বভাবের আড়ালে লুকানো
বিনিময়ে কোনোকিছুর
অনেক চেষ্টাতেও যেতো না ফেরানো
দেখেছো কি! কেমন হলো
একই শহরে কমলোনা দূরত্ব
হলোনা রাস্তা একাকার
দেখছো কি! কেমন হলো
একই আকাশের নিচে থেকে
হলোনা দুজন দুজনার
লেখক: শিক্ষার্থী, একাদশ শ্রেণী
রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ