পূর্বাভাস
– বিষ্ণু সাহা
আমি কখনো ভাসিনি মেঘে
দেখিনি খোলা চোখে,
তোমারই নীল আকাশ।
আমি এখনো দাড়িয়ে আছি
খালি পায়ে কাছাকাছি,
চারিদিকে নেই তো সুভাস।
ফিরিয়ে দিয়েছি ,যা কিছু নিয়েছি
সবই তো দিয়েছি আমার।
তুমি মেঘের ভেলা ,তুমি স্বপ্নদোলা
তুমি দক্ষিণা হওয়ার খোলা জানালা।
শেষ সময় তবু তুমি কিছু আছো অবশেষ,
ভিতরে আমার।
সময়ে সময়ে শুধু মিলিয়ে নিও,
যেটুকু আছো অবশেষ
সেটুকুই ভিতরে আমার।
আমি কখনো ভাবিনি শেষে
শেষটা হবেনা হেসে,
ভেসে যাবে সব নিদারুণ বরষায়।
আমি জিতেও হেরে গেছি
পরিণয়ে পেয়েছি বেশি বেশি,
আগুনে দিয়েছি হাত তোমারই ভরসায়।
আমি বৃষ্টিতে ভিজে গেছি, রোদে ভিজে গেছি
পাবোনা জানি,তবু আছি তোমারই আশায়।
তুমি গোধূলী বেলা,তুমি কৃষ্ণচূড়া
তুমি বৃষ্টি ভেজা রাত ভরা জোছনা।
শেষ সময় তবু তুমি কিছু আছো অবশেষ,
ভিতরে আমার।
সময়ে সময়ে শুধু মিলিয়ে নিও
যেটুকু আছো অবশেষ
সেটুকুই ভিতরে আমার।
এই বৃষ্টি ভেজা রাতে
দূর থেকে একই সাথে ,
পূর্বাভাস ছাড়াই ঘটুক অবসান
ঘটুক অবসান।।
সেই জোৎস্না মাখা চাঁদে
পাশে নেই তবু যেনো সাথে,
পূর্বাভাস ছাড়াই ঘটুক অবসান
ঘটুক অবসান।।
শেষ সময় তবু তুমি কিছু আছো অবশেষ
ভিতরে আমার
সময়ে সময়ে শুধু মিলিয়ে নিও
যেটুকু আছো অবশেষ
সেটুকুই ভিতরে আমার।