শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাতীয় পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল মাস্টার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
দীর্ঘদিন থেকে তিনি কিডনিজনিত রোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
আবুল ফজল মাস্টারের ভাতিজা রফিকুল ইসলাম রতন জানান, আবুল ফজল মাস্টার মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
মঙ্গলবার (১ ডিসেম্বর) বাদ জোহর শরীয়তপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে নিজ গ্রাম কোয়ারপুরের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে গভীর শোক প্রকাশ করেছেন।