নিজস্ব প্রতিনিধি: এরশাদ উদ্দিন মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার (০৪ মে) বিকেলে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত কামরুল আহসান শাহজাহান এঁর আত্নার মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
করিমগঞ্জের নেয়ামতপুরে আলহাজ্জ এরশাদ উদ্দিন নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, কামরুল আহসান শাহজাহান ছিলেন সৎ, সাদাসিদে ও নিরহংকার একজন মানুষ। জেলা আওয়ামীলীগের সভাপতি হয়েও টাকার প্রতি লোভ লালসা ছিল না। তিনি ছিলেন কিশোরগঞ্জের অহংকার।
আলহাজ্জ এরশাদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় অংশ গ্রহণ করেন করিমগঞ্জ উপজেলার পৌর আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবীর স্বপন, সাধারণ সম্পাদক রবিউল আওয়াল, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ কুদ্দুস, মাইজখাপন ছাত্রলীগের অন্যতম প্রতিষ্ঠাতা মাহবুবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন করিমগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান।
আলোচনা সভা শেষে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত কামরুল আহসান শাহজাহান এঁর আত্নার মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়।