বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন
ওয়েব ডেস্ক: রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় বুধবার বুয়েটের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শনে যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। তিনি বলেন, বুয়েটের দল এসে দেখবে কী ধরনের কেমিক্যাল সেখানে ছিল। তাদের পর্যবেক্ষণের পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) মধ্যরাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ফায়ার সার্ভিসের ডিজি বলেন, এখনও ধোঁয়া বের হচ্ছে। এখানে নানা ধরনের কেমিক্যাল আছে। কেমিক্যালের আগুন সাধারণ আগুনের চেয়ে ভিন্ন—তাড়াহুড়ো করে নিয়ন্ত্রণে আনতে গেলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
তিনি জানান, আগুন আপাতত নেভানো হলেও পুনরায় জ্বলে ওঠার আশঙ্কা আছে। আমরা সতর্ক অবস্থায় আছি। জায়গাটা আপাতদৃষ্টিতে নিরাপদ মনে হলেও সবার সাবধান থাকা দরকার।
অননুমোদিত কেমিক্যাল গোডাউনগুলোর ঝুঁকির বিষয়ে তিনি বলেন, আমরা লক্ষ্য করছি—বিভিন্ন এলাকায় অনুমোদনহীন কেমিক্যাল গোডাউন গড়ে উঠেছে। টঙ্গীতে কেমিক্যাল গোডাউনের আগুনে তিনজন ফায়ার ফাইটার শহীদ হয়েছেন। এমন ঘটনা যেন আর না ঘটে।
তিনি প্রশাসন ও স্থানীয়দের উদ্দেশে বলেন, যেখানে অননুমোদিত গোডাউন হবে, সেখানেই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সচেতনতার আহ্বান জানিয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক আরও বলেন, যথাযথ নিয়ম মেনে যেন সবাই কেমিক্যাল গোডাউন স্থাপন করে।