স্পোর্টস ডেস্ক: ‘আচ্ছা, অধিনায়ক সাকিব আল হাসানের সর্বশেষ খবর কী? তিনি নাকি বিশ্বকাপে প্রথম ম্যাচ মিস করতে পারেন? এমন প্রশ্নের জবাবে গতকাল শনিবার সকালেও কথা বলেছেন খালেদ মাহমুদ সুজন। জানিয়েছেন, সাকিবের চোট তেমন গুরুতর না। টিম ম্যানেজম্যান্ট আশা করছে, অধিনায়ক আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবেন।
নাজমুল শান্ত আর মোস্তাফিজুর রহমানের ব্যাপারেও ইতিবাচক কথাই ছিল টিম বাংলাদেশ ডিরেক্টরের মুখে। তাদের প্রথম প্র্যাকটিস ম্যাচে বিশ্রামে রাখা হয়েছে বলে জানান তিনি।
খুব প্রাসঙ্গিকভাবেই উঠেছে প্রশ্ন- সাকিব, মোস্তাফিজ আর শান্ত কি কাল সোমবার গুয়াহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলবেন? কিন্তু এবার আর উত্তর মিলেনি।
গুয়াহাটিতে অবস্থানরত কোনো কর্মকর্তাই দল নিয়ে আর কোনো অফিসিয়াল কমেন্ট করছেন না। তাই জানা যায়নি, আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের লাইনআপ কী হবে।
এদিকে গুয়াহাটিতে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম প্রস্তুতি ম্যাচ ধুয়েমুছে গেছে। টস হওয়ার পর একটি বলও মাঠে গড়ায়নি। সোমবারের আবহাওয়ার পূর্বাভাসেও বৃষ্টির কথা বলা হচ্ছে।
বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা সবদিক থেকেই গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য। ভারতের মাটিতে মূল আসরে নামার আগে ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে খেলা হলেই বোঝা যাবে, টিম বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে।
ম্যাচের ফল যাই হোক না কেন, ৭ অক্টোবর ধর্মশালায় আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার আগে শেষ ওয়ার্মআপ ম্যাচটি বাংলাদেশের প্রস্তুতিতে শেষ তুলি আঁচড় হিসেবেই গণ্য হচ্ছে।
প্রথম প্রস্তুতি ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ২৬৪ তাড়া করে ৭ উইকেটের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। ওপেনিং নিয়ে যে দুশ্চিন্তা ছিল, তা অনেকটাই দূর করে দিয়েছে ওই ম্যাচ। প্রথম উইকেটে ১৩১ রানের বড় জুটি গড়েন লিটন দাস আর তানজিদ তামিম।
লিটন করেন ৫৬ বলে ৬১ আর তানজিদ তামিম ৮৮ বলে খেলেন ৮৪ রানের চোখ ধাঁধানো ইনিংস। এরপর অধিনায়ক মেহেদি হাসান মিরাজ তিন নম্বরে নেমে হাফ সেঞ্চুরি (৬৪ বলে ৬৭*) উপহার দিয়ে দল জিতিয়ে সাজঘরে আসেন। ওদিকে মুশফিকুর রহিমও ৪৩ বলে ৩৫ রানের হার না মানা ইনিংস উপহার দেন।
যাওয়ার আগে চরম অগোছালো অবস্থা, যাবার পরমূহুর্ত থেকে অধিনায়ক সাকিব আর তামিমের বাকযুদ্ধ ও পরস্পর বিরোধী বক্তব্য পরিস্থিতিটা জটিল করে ফেলেছিল। একটা গুমোট আবহাওয়া বিরাজ করছিল পুরো দলের ওপর।
সেই হ-য-ব-র-ল অবস্থার মাঝে লঙ্কানদের সাথে প্রথম গা গরমের ম্যাচে টিম পারফরম্যান্স মূল আসরে ভালো করার একটা রসদ বলেই ভাবা হচ্ছে। দেখা যাক, বিশ্বকাপে মাঠে নামার আগে সোমবার ইংলিশদের বিপক্ষে টাইগাররা কেমন করে!