ইউরোপসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আট হাজারের বেশি বিদেশি অতিথির অংশগ্রহণে ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাস বাংলা নববর্ষ ভার্চুয়ালি উদযাপন করেছে। বুধবার (১৪ এপ্রিল) দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে সংগীত শিল্পী নবনীতা চৌধুরী গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ বলেন, পহেলা বৈশাখকে সব ভেদাভেদের ঊর্ধ্বে বাঙালির সর্ববৃহৎ প্রাণের উৎসব। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান তিনি।
অনুষ্ঠানের সূচনাপর্বে শুভেচ্ছা বক্তব্য দেন বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত ইউনেস্কোর পরিচালক লুইস হেক্সা থাউসেন। তিনি পহেলা বৈশাখকে ইউনেস্কোর স্বীকৃতির বিষয়টি উল্লেখ করেন এবং ববর্ষের শুভেচ্ছা জানান।
ব্রাসেলসের মেয়র ফিলিপ ক্লোস একটি ভিডিও বার্তায় ব্রাসেলসকে মাল্টি-কালচারাল শহর এবং সেখানে বাঙালিসহ ১৮৪টি দেশের নাগরিকদের বসবাসের কথা উল্লেখ করেন। তিনি ব্রাসেলসে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সব সদস্যকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাংলায় বলেন, ‘শুভ বাংলা নববর্ষ’।সূত্র :বাংলা ট্রিবিউন।
আরও পড়ুন : মধ্যপ্রাচ্যসহ সিঙ্গাপুরে শিগগিরই বিশেষ ফ্লাইট চালু