উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর এলাকার একটি বাগানে রোববার রাত সোয়া ২টার দিকে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরীর ভাষ্য।
নিহত মো. সুজন (২৬) উপজেলা সদরের জগন্নাথপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।পুলিশ বলছে, সুজনর বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
ওসি বলেন, টাকা-পয়সা নিয়ে বিরোধের জেরে রোববার বেলা ১২টার দিকে আপন মামাতো ভাই বাবু মিয়াকে (২৭) ছুরিকাঘাতে হত্যা করে সুজন ও তার সহযোগীরা। বাবু জগন্নাথপুর গ্রামের গৌরি হোসেনের ছেলে।
“এ ঘটনায় সুজনকে আটক করে পুলিশ। পরে সুজনকে নিয়ে তার বাকি সহযোগীদের আটক করতে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধারের জন্য ঘটনাস্থলে অভিযানে যায় পুলিশ।
এ সময় সুজনের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি করে।
“এক পর্যায়ে সুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”
এছাড়া ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও কার্তুজের ব্যবহৃত চারটি খোসা উদ্ধারের কথাও জানান ওসি।
সূত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম