প্রত্যয় ইউরোপ ডেস্ক : ইউকে এবং ইইউ নাগরিকদের ব্রেক্সিট পরবর্তী অবাধ যাতায়াতে সমঝোতার সংবাদ এখন সবার মুখে মুখে। ব্রেক্সিট আলোচনা এখন সবার উর্ধ্বে। কি হবে কিভাবে এর সমাধান হবে- এ নিয়ে আলোচনা পর্যালোচনার শেষ নেই। দুই পক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ঘুম নেই। অনেক চেষ্টার পর ফ্রি মুভমেন্টে একমত হয়েছেন। যেমন: ভিসা ছাড়া যাতায়াত।
শর্তগুলো হল:
১. ইউকে এবং ইইউ নাগরিকদের জন্য ফ্রি মুভমেন্ট বা অবাধে যাতায়াত করতে পারবেন।
২. ৯০ দিন পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশ ঘুরতে পারবেন। বা টুরিস্ট হিসেবে যাতায়াত করতে পারবেন।
৩. পাসপোর্টে কমপক্ষে ৬ মাসের মেয়াদ থাকতে হবে।
৪. অবশ্যই ডিজিটাল পাসপোর্ট হতে হবে। বেশী পুরাতন পাসপোর্টে যাতায়াতে অবশ্য ভিসা লাগবে।
৫. তবে ব্যাবসা বাণিজ্য বা স্থায়ী ভাবে থাকতে হলে বিশ্বের অন্যান্য দেশের মত স্পন্সর নিয়ে ভিসা প্রসেসিং করে আসতে হবে।
৬. স্টুডেন্টের ক্ষেত্রে ১লা জানুয়ারী ২০২১ সাল থেকে লেখাপড়ার জন্য ৭০ পয়েন্ট অর্জন করে ব্রিটেনে আসতে হবে। এক্ষেত্রে ইইউ নাগরিক স্টুডেন্টদের বাড়তি সুযোগ থাকবে না।
৭. শুধু মাত্র টুরিস্ট হিসেবে বেড়াতে কোন রকম ভিসা লাগবে না। শুধু পাসপোর্ট দিয়ে ইউরোপের যে কোন দেশে ব্রিটেনের জনসাধারণ বা নাগরিক যেতে পারবেন এবং ব্রিটেনে ইউরোপের যে কোন নাগরিক আসতে পারবেন।