সুমন,মোংলা(বাগেরহাট) সংবাদদাতা: হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব মহানামজ্ঞ অনুষ্ঠান উপলক্ষে বর্ণিল সাজে সজ্জিত হয়েছে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া স্কুল মাঠ।শুক্রবার সকালে সূর্যদয়ের সাথেই মহাযজ্ঞের আনুষ্ঠানিক ভাবে সূচনা হয়।এবং রবিবার ব্রহ্মমূহুর্তে এ নাম কৃর্তনের সমাপ্তি হবে।ইতিমধ্যে হলদিবুনিয়ায় মহানামযজ্ঞ ও মেলা উৎসবের আমেজ বইছে।
গত বৃহস্পতিবার (২৩ মার্চ) ভাগবত পাঠ, মঙ্গলঘট স্থাপন,ও রাতে অধিবাস করেন। এসময় বিভিন্ন স্থান থেকে আগত কৃষ্ণভক্ত ও পন্ডিতগন সহ স্থানীয় ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দূর দূরান্ত হতে ভক্তবৃন্দরা যজ্ঞের আহুতি হিসেবে ফল,
ফুল,দূর্বা,বেলপাতা সহ বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে মন্দিরে এসে জড়োহন। এসময় ভক্তরা নিজের পাশাপাশি জীব জগতের কল্যাণে প্রার্থনা করেন। সরজমিনে গিয়ে দেখাযায়,হলদিবুনিয়া ঐতিহ্যবাহী মহা নামযজ্ঞ অনুষ্ঠান উপলহ্মে মেলা বসেছে।এবং অপরূপ আলোকসজ্জার মাধ্যমে বর্ণিল ভাবে সাজানো হয়েছে পুরো যজ্ঞভূমি।
বাবু নিউটন ডাকুয়া শান্ত(ওয়ার্ড সদস্য)বলেন আমরা এখানে প্রতিবছর সম্মিলিতভাবে যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিগত বছরের তুলনায় আমরা এবারও মহাধুমধামের সহিত এ অনুষ্ঠান একত্রে করছি।জীব জগতের কল্যাণ কামনায় প্রতিবছর এই যজ্ঞ অনুষ্ঠান হয়ে আসছে।এখানে দূর হতে আসা কোন ভক্তের যেন কোন কষ্ট না হয় সেদিকে যতটুকু পারি নজর রাখছি।এখানে মহানাম শোনার পর প্রশাদেরও সু-ব্যাবস্থা রয়েছে।মহানাম পরিবেশন করছে দূর থেকে আশা ভাল ভাল নামের দল। এ যজ্ঞ অনুষ্ঠানকে কেন্দ্র করে যজ্ঞভূমি প্রাঙ্গণে বসেছে মেলা।সবদিক দিয়ে একটা আনন্দ বিরাজ করছে যজ্ঞমাঠে।
মহানামযজ্ঞ অনুষ্ঠানের স্বভাপতি বাবু মিহির কুমার ভান্ডারী বলেন- ধর্ম যার যার উৎসব সবার।প্রতিবছর এখানে এই যজ্ঞঅনুষ্ঠান অনুষ্ঠিত হয়।ইউনিয়নের সকলের সহযোগিতায় অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়ে থাকে।হিন্দু মুসলিম সকলে আসেন এ যজ্ঞাঅনুষ্ঠান ও মেলায়।যদিও এ বছর পবিত্র মাহে রমজান মাসে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে খুবই সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আশা রাখছি।সকল নিয়োম রীতি মেনেই হচ্ছে অনুষ্ঠানটি।আর এ অনুষ্ঠান কে কেন্দ্র করে কোন জটলা পাকানো বা মাদক সম্পৃক্ততা চলবে না।যারা এসবে জড়িত কাউকে ছাড় দেওয়া হবেনা।এখানে অনুষ্ঠান কমিটির বলেন্টিয়ার রয়েছে।এবং থানা পুলিশ সদস্য কঠোর নিরাপত্তা দিচ্ছেন। পরিষদের পহ্ম থেকে গ্রাম্য পুলিশ মোতায়ন রয়েছে।কোন ধরনের জটিলতা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।