শেখ সাখাওয়াত হোসেন, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় পবিত্র জিলহজ মাসের প্রথম জুমায় ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। মসজিদে মসজিদে বয়ান ও খুতবায় পবিত্র হজ্ব ও কোরবানির গুরুত্ব তুলে ধরা হয়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতে অংশ নেন মুসল্লিরা।
শুক্রবার (২৩ জুন) উপজেলার বিভিন্ন মসজিদ ঘুরে দেখা গেছে, জিলহজ মাসের প্রথম জুমায় মুসল্লিরা নিজেদের শপে দেন মহান রবের দরবারে। সিজদায় নত শির, মুখে ছিল মহান আল্লাহর মাহাত্ম্যের ঘোষণা।
সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ জামে মসজিদে জুমার জামাতে অংশ নিতে বেলা সাড়ে ১২টা থেকে বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী মানুষ আসা শুরু করেন। দুপুর পৌনে একটার দিকেই ভরে ওঠে মসজিদের মূল ভবন। ফলে মসজিদের ভেতরে জায়গা না হওয়ায় কয়েক শতাধিক মুসল্লি বাইরে নামাজ আদায় করেন।
শুধু সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ জামে মসজিদ নয় ভাঙ্গুড়া উপজেলা মডেল মসজিদ, সরদার পাড়া জামে মসজিদ, ভাঙ্গুড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, ভদ্রপাড়া জামে মসজিদ, স্টেশন বাজার জামে মসজিদ, বাসস্ট্যান্ড জামে মসজিদ, সওদাগর পাড়া জামে মসজিদ, উত্তর মেন্দা জামে মসজিদ, ছোটবিশাকোল জামে মসজিদসহ প্রায় প্রতিটি মসজিদে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। কোথাও-কোথাও মসজিদের ভেতরে মুসল্লিদের নামাজের জায়গার সংকুলান না হওয়ায় বাইরে নামাজ পড়তে দেখা গেছে।
নামাজের শুরুতে সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আলহাজ্ব মোঃ আশরাফ আলী খুতবায় জিলহজ মাসের আমলের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি নামাজের পাশাপাশি যাকাত, হজ্ব আদায়ের গুরুত্ব ও কোরবানির বিভিন্ন মাসলা মাসায়েল তুলে ধরেন।
নামাজ শেষে মুসল্লিরা জানান, জিলহজ মাসের প্রথম জুমার জামাতে অংশ নিতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছেন তারা। পাশাপাশি এবারের জিলহজ মাসের প্রতিটি জুমার নামাজ পড়ার আশা করেন মুসল্লিরা।