শেখ সাখাওয়াত হোসেন, পাবনা (জেলা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় প্রথমবারের মতো শেরে খোদা মুশকিল কুশা মাওলা আলী (আ.)- এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়ীয়া মাষ্টার পাড়ায় পীর কেবলা বাবা ইসমাইল শাহ আল-কাদেরীর গেয়ারভী দরবার শরীফে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক বাবা ইসমাইল শাহ আল-কাদেরী বলেন, ‘মাওলা আলী (আ.) হলেন ইসলামের ভারসাম্যকারী। আলী সত্যের সাথে ও সত্য আলীর সাথে- এটি স্বয়ং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদীস। এ হাদীস থেকেই বোঝা যায় দ্বীনে ইসলামে মাওলা আলী (আ.)- এর মর্যাদা ও স্থান কতটা উঁচুতে। একজন মানুষের মধ্যে যতগুলো ভালো গুণের সমাবেশ ঘটা সম্ভব, তার প্রত্যেকটিরই সমাবেশ ঘটেছিলো মাওলা আলী আলাইহিস সালামের মধ্যে।’
আলোচনা সভায় ভাঙ্গুড়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ইব্রাহীম হোসেন ইমরান, সাধুগুরু সেলিম আল-জিন্দানী, আওলাদে মুর্শিদ সোহেল আল-কাদেরী, আওলাদে মুর্শিদ মেহেদী হাসান আল-কাদেরী, আমিনুল ইসলাম রাসেল আল-মোজাদ্দেদী, হাফিজ আল-আফ্রিদীসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক আসেকান জাকেরান উপস্থিত ছিলেন।আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে আসেকান জাকেরানদের মাঝে তাবারক বিতরণ করা হয়।