শেখ সাখাওয়াত হোসেন, পাবনা (জেলা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার ও ভিডিপি’র সদস্যগণ স্বত:স্ফুর্ত ও সক্রিয়ভাবে ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবে।
শনিবার (৬ জানুয়ারি) রাতে এক সাক্ষাৎকারে এসব কথা জানান ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের কর্মকর্তারা।
ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে আইন-শৃংখলা রক্ষায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
ভাঙ্গুড়া উপজেলার ৪৫টি ভোটকেন্দ্রে ১২জন করে ৫৪০জন আনসার- ভিডিপি সদস্য ও সদস্যা দায়িত্ব পালন করবে। এর মধ্যে অস্ত্রসহ ৯০জন পিসি ও এপিসি দায়িত্ব পালন করবে। যারা ইতিমধ্যে নিজ নিজ কেন্দ্রে পৌঁছে গেছে।
এ বিষয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ মহল জানান, আনসার-ভিডিপির সকল সদস্য অত্যন্ত দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে। তাদের কর্মতৎপরতা ও সক্রিয়ভাবে দায়িত্ব পালনে ভোটারগণের মধ্যে আস্থার পরিবেশ তৈরিতে সহায়ক ভূমিকা রাখতে হবে। ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।