শেখ সাখাওয়াত হোসেন, পাবনা (জেলা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার (৯ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত ভাঙ্গুড়া উপজেলার কয়েকটি বিলে অভিযান চালিয়ে ৫০টি চায়না দুয়ারি জাল এবং ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে তা জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। বুধবারের অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, দেশীয় মাছের বংশ বৃদ্ধির লক্ষ্যে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার আদাবাড়ীয়া, পুকুরপাড়সহ কয়েকটি বিলে অভিযান চালানো হয়।
এসময় সেখান থেকে ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারী এবং ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা।
অভিযান পরিচালনার সময় ভাঙ্গুড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান উপস্থিত ছিলেন।
ভাঙ্গুড়া উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা বলেন, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কয়েকটি বিলে অভিযান চালানো হয়। অভিযানে ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারী এবং ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।