স্পোর্টস ডেস্ক: কেপটাউনের পিচ নিয়ে আলোচনা তুঙ্গে। ভারতকে ঘাবড়ে দিতে সবুজ পিচ বানিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু নিজেদের খোঁড়া গর্তেই তারা পড়েছে। ভারত দেড় দিনে জিতে নেয় এই টেস্ট।
টেস্ট জয়ের পর পিচ প্রসঙ্গে কথা বলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তার বক্তব্য ছিল, এই ধরনের পিচে খেলতে ভারতের কোনও অসুবিধা নেই। তবে ভারতের পিচ নিয়ে যেন কেউ কোনও অভিযোগ না করে।
রোহিতের সেই ‘গর্জন’ যেন পৌঁছে গিয়েছে প্রতিপক্ষ শিবিরের কানে। ভারতের পরবর্তী সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে। সিরিজ শুরুর আগেই ইংল্যান্ডের সহ-অধিনায়ক ওলি পোপ জানিয়ে দিলেন, আসন্ন টেস্ট সিরিজে ভারতের পিচ নিয়ে তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হবে না।
টেস্টের প্রথম বল থেকেই বল স্পিন করলেও তারা কোনও অভিযোগ জানাবেন না। কারণ তারা জানেন, ভারতীয় ক্রিকেটারদের সামর্থ্যের কথা মাথাতে রেখেই তারা তাদের হোম সিরিজের উইকেট তৈরি করবে।
ব্রিটিশ দৈনিক ‘দ্য গার্ডিয়ান’কে দেওয়া এক সাক্ষাৎকারে ২৬ বছর বয়সী ওলি পোপ বলেন, ‘এই সিরিজের আগে এবং চলাকালীন ও বাইরে থেকে এই সিরিজ নিয়ে অনেক বেশি কথা হবে। অনেক বেশি চিৎকার চেঁচামেচি হবে। আর এই চিৎকার চেঁচামেচির ক্ষেত্রে পিচ নিঃসন্দেহে একটা বড় কথা বলার জায়গা হবে। তবে আমাদেরকে মাথায় রাখতে হবে দুটি দল এক উইকেটেই কিন্তু খেলছে। এক পরিবেশ পরিস্থিতিতে খেলছে তারা। ফলে যতটা সম্ভব আমাদের নিজেদের প্রস্তুত রাখতে হবে।’
পোপ যোগ করেন, ‘ইংল্যান্ডে ও আমরা পিচে অনেকটাই বেশি ঘাস রাখি। এর কারণ যাতে আমাদের অসাধারণ সিমাররা সাহায্য পায়। ফলে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই যদি ভারত এক কাজ করে। তারা তাদের স্পিনারদের সাহায্য করতে স্পিন সহায়ক উইকেট তৈরি করলেও আমাদের আলাদা করে বলার বা অভিযোগ করার কিছু নেই।’