স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে কিছুদিন আগে ভারতের বিপক্ষে ওয়ানডেতে জয়ের ইতিহাস গড়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। যেখানে ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌরের সঙ্গেও ঘটেছিল অনাকাঙ্ক্ষিত ঘটনা। এরপর এশিয়ান গেমসের সেমিফাইনালে তাদের মুখোমুখি বাংলাদেশ। বৃষ্টির বাধায় আগের ম্যাচে হংকংয়ের বিপক্ষে জ্যোতিরাও মাঠেও নামতে পারেননি। তবে র্যাংকিংয়ে এগিয়ে থাকায় তারা সেমিফাইনালে ওঠে যায়। যেখানে একইভাবে সেমিতে পা রাখা ভারতের সঙ্গে স্বল্প পুঁজিতেই গুটিয়ে গেছে বাংলাদেশ।
আজ (রোববার) বাংলাদেশ সময় সকাল ৭টায় চীনের হাংজুতে মুখোমুখি হয়েছে দু’দল। যেখানে টস জিতে আগে ব্যাট করা বাংলাদেশের ইনিংস ১৭.৫ ওভারে মাত্র ৫১ রানেই থেমে গেছে। দলের হয়ে সর্বোচ্চ ১২ রান করেছেন অধিনায়ক জ্যোতি।
এর আগে ২০ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে টাইগ্রেসরা। রানের খাতা খোলার আগেই পূজা ভাস্ট্রাকারের বলে আউট হয়ে যান ওপেনার সাথী রানি। এরপর ওই ওভারের পঞ্চম বলেই এলবিডব্লিউর ফাঁদে আটকে দলীয় ২ রানে ফেরেন শামীমা সুলতানাও। তিনিও রানের খাতা খুলতে ব্যর্থ হয়েছেন।
এরপর সোবহানা মোস্তারি পাল্টা লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছিলেন, তবে তিনিও ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। এবারও সেই পূজার শিকার বাংলাদেশি ব্যাটার। স্মৃতি মান্দানার হাতে ক্যাচ দেওয়ার আগে সোবহানা ৮ রান করেন। এরপর মাঝে জ্যোতি কিছুটা ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করলেও তিনি দুর্ভাগ্যজনকভাবে কাটা পড়েন রান-আউটে। এর আগে বাংলাদেশ অধিনায়কের ব্যাট থেকে আসে ব্যক্তিগত সর্বোচ্চ ১২ রান।
পরবর্তীতে টাইগ্রেসদের আর কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। রিতু মনি ৮ ও নাহিদা আক্তার করেছেন ৯ রান। এছাড়া সেভাবে কেউ লড়াইয়ের মানসিকতা দেখাতে না পারায় নির্ধারিত ওভারের ১৩ বল হাতে রেখেই পুরো ব্যাটিং লাইন-আপ ধসে পড়ে।
ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন পূজা। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন তিতাস সাধু, আমানজাত কৌর, রাজেশ্বর গায়কোয়াড় ও দেবিকা ভাইদ্য।