1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

ভারতে আটক ১৭ বাংলাদেশি তাবলিগ কর্মীকে বেনাপোলে হস্তান্তর

  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ১৮৭ Time View
ভারতে আটক ১৭ বাংলাদেশি তাবলিগ কর্মীকে বেনাপোলে হস্তান্তর

প্রত্যয় নিউজ ডেস্কঃ ভ্রমণ ভিসায় ভারতে তাবলিগ জামায়াতে গিয়ে পুলিশের হাতে আটক ১৭ বাংলাদেশি নারী-পুরুষ বেনাপোল চেকপোস্ট দিয়ে ফিরেছেন। করোনা আক্রান্ত হতে পারেন সন্দেহে তাদেরকে সরকারি তত্বাবধানে ১৪ দিনের জন্য যশোরের গাজীর দরগায় প্রাতিষ্ঠানিক কোয়ানেন্টাইনে রাখা হয়েছে।

আরো পড়তে ক্লিক করুনঃ

রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়। এর আগে, শুক্রবার রাতে ১৪ জনকে ফেরত দেয় ভারতীয় পুলিশ।

ফেরতদের মধ্যে আটজন নারী ও ৯ জন পুরুষ। এদের বাড়ি চট্টগ্রাম, ঢাকা, মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায়।

জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে ২৬৫ জন তাবলিগ জামায়াতের কর্মী ভ্রমণ ভিসায় ভারতে যায়। এসময় ভারতে করোনা সংক্রমণ দেখা দেয়। তাদের বিরুদ্ধে অভিযোগ আসে তাদের মাধ্যমে ভারতে করোনা সংক্রমণ ছড়িয়েছে। এছাড়া অনিয়ম করে ভ্রমণ ভিসায় তাবলিগে অংশ নেয়ার অভিযোগ ওঠে। পরে পুলিশ তাদের আটক করে। সেখান থেকে ছাড়া পেয়ে ১৭ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিন খান জানান, ফেরত আসা তাবলিগ সদস্যরা করোনা আক্রান্ত কিনা তা পরীক্ষার জন্য ইমিগ্রেশন মেডিকেল অফিসে পাঠানো হয়েছে। সেখানে স্বাস্থ্য পরীক্ষা শেষে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার হাবিবুর রহমান জানান, ফেরত আসা তাবলিগ কর্মীদের তারা প্রাথমিক শারীরিক পরীক্ষা করেছেন। যেহেতু তারা দীর্ঘদিন ভারতের বিভিন্ন অঞ্চলে গণজামায়াতে অংশ নিয়েছেন, এ কারণে কিছুটা সন্দেহ থাকায় তাদের মাধ্যমে যেন কেউ আক্রান্ত না হয় সেদিকে খেয়াল রেখে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। শঙ্কামুক্ত হলে পরবর্তী ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।

ডিপিআর/ জাহিরুল মিলন

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..