শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন
দৈনিক প্রত্যয় ডেস্কঃ ভারতে প্রতিদিনই আগের দিনের রেকর্ড ভাঙছে করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় ভারতের করোনা আক্রান্তের সংখ্যা আগের ২৪ ঘণ্টাকেও ছাপিয়ে গেছে। মৃত্যুর সংখ্যার ক্ষেত্রেও একই অবস্থা।
এদিকে, লকডাউনের ৪৩তম দিন মঙ্গলবারও দেশটির বিভিন্ন রাজ্যে ত্রাণ বিতরণ ও চিকিৎসা নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে অভিযোগ-পাল্টা অভিযোগ পাওয়া গেছে।
ভারতের প্রথম করোনা আক্রান্ত রোগী পাওয়া গিয়েছিল ৩০ জানুয়ারি। এরপর থেকে বেড়েই চলেছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আগের সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। একদিনে প্রায় ৪ হাজার মানুষের শরীরে মিলেছে কোভিড নাইন্টিন।
পরিসংখ্যান বলছে, ভারত এই মুহূর্তে সংক্রমণের চূড়ায় অবস্থান করছে। পশ্চিমবঙ্গেও ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে প্রায় তিনশ। যা অতীতের রেকর্ড ভেঙেছে।
এমন বাস্তবতায়, কেন্দ্রীয় প্রতিনিধি দল এক বিস্ফোরক তথ্য দিয়েছে। তারা বলছেন, ভারতের গড় মৃত্যর হারের চেয়ে পশ্চিমবঙ্গে গড় মৃত্যুর হার বেশি। আর এটা নিয়েও নতুন করে বির্তক তৈরি হয়েছে।
এদিকে, ভারতের করোনা সংক্রমণ ও মৃত্যুর নিরিখে মহারাষ্ট্র সবচেয়ে এগিয়ে রয়েছে। মোট মৃত্যুর প্রায় ৫৬ শতাংশই ওই রাজ্যের। এছাড়াও গুজরাট, দিল্লি ও দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যে করোনাভাইরাস ভয়াবহ সংক্রমণ ছড়িয়েছে।
ডিপিআর/ জাহিরুল মিলন