স্পোর্টস ডেস্ক: ৪৯- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরির মাধ্যমে বিরাট কোহলি ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরির দেখা পেয়েছেন। ওয়ানডে ক্রিকেটে এটাই কোনো ব্যাটারের সবচেয়ে বেশি সেঞ্চুরি। সমান সংখ্যক সেঞ্চুরি রয়েছে ভারতের সাবেক অধিনায়ক শচীন টেন্ডুলকারের। এবার শচীনকে ছাড়িয়ে যাওযার হাতছানি কোহলির সামনে।
৮৩- বিশ্বকাপ ক্রিকেটে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন রান এটি। বিশ্বকাপ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার এটা সর্বনিম্ন রানও বটে। একই সঙ্গে তাদের ওয়ানডে ক্রিকেটেরও সর্বনিম্ন রান ৮৩।
৪-চলতি বছরে ভারত চারবার প্রতিপক্ষকে শতরানের নিচে অলআউট করার কৃতিত্ব দেখিয়েছে। প্রতিপক্ষকে শতরানের নিচে আর কোনো দলই এত বেশিবার এ বছর অল আউট করতে পারেনি।
২৪৩- ভারতের কাছে এই রানে হেরেছে দক্ষিণ আফ্রিকা। পুরুষ ক্রিকেটে ভারতের কাছে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় ব্যবধানে হার এটি।
৫- চলতি বছর ভারত পাঁচ ম্যাচে দুইশ রানের বেশি ব্যবধানে জয় পেয়েছে। অন্য কোনো দল তিনবারের বেশি এই কীর্তি দেখাতে পারেনি।
২- ভারতের দ্বিতীয় স্পিনার হিসেবে রবীন্দ্র জাদেজা বিশ্বকাপ ক্রিকেটের এক ম্যাচে ৫ উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন। এ আগে ২০১১ সালে যুবরাজ সিং আয়ারল্যান্ডের বিপক্ষে এমন কৃতিত্ব দেখিয়েছিলেন।