1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

ভারত-পাকিস্তান লড়াই উপভোগ করেন কোহলি!

  • Update Time : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৬৪ Time View

স্পোর্টস ডেস্ক: রাজনৈতিক বৈরিতার কারণে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষীয় সিরিজ দীর্ঘদিন ধরেই বন্ধ। দুই দলের সর্বশেষ ওয়ানডে সিরিজ হয়েছে প্রায় ১১ বছর আগে। আইসিসি এবং এসিসি আয়োজিত টুর্নামেন্টের বাইরে তাই ভারত পাকিস্তান ম্যাচ দেখার সুযোগ নেই ক্রিকেট ভক্তদের। 

তবে, এবার সেই অপেক্ষার কিছুটা হলেও অবসান হতে যাচ্ছে ক্রিকেট ভক্তদের। মাত্র ৪৫ দিনের ব্যবধানে ৪ বার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশ্ব ক্রিকেটের এই দুই পরাশক্তির। এর মাঝে তিনবারের দেখা প্রায় নিশ্চিত বলেই ধরে নেওয়া যায়। মূলত এশিয়া কাপ এবং বিশ্বকাপের সূচি কাছাকাছি থাকায় এত কম সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ দেখার সুযোগ হচ্ছে ভক্তদের।

এশিয়া কাপে গ্রুপ ‘এ’ তে আছে ভারত এবং পাকিস্তান। গ্রুপ পর্বের ম্যাচে আগামী ২ সেপ্টেম্বর ক্যান্ডিতে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটির আগে নিজের অভিজ্ঞতার কথা জানালেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি।

পাক-ভারত লড়াইয়ের আলাদা উত্তেজনা আছে বলে মনে করেন কোহলি। তার ভাষ্যমতে, ‘এই ম্যাচের আবহাওয়াটাই আলাদা রকমের। মাঠের বাইরে দর্শকেরা সেই পরিস্থিতি তৈরি করেন। সেটাকে অস্বীকার করা যায় না। যখন খেলতে নামি, তখন যদিও মনে হয় না যে এই ম্যাচ আলাদা। বাইরে যে পরিস্থিতি তৈরি হয়, সেটা ক্রিকেটারদের ওপর প্রভাব ফেলতে পারে। কিন্তু ক্রিকেটারদের তাতে ভেসে যাওয়া উচিত নয়। উপভোগ করা উচিত। সেটাই আমাদের কাজ।’

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি দেখায় পাকিস্তানকে বলতে গেলে একাই হারিয়ে দিয়েছিলেন কোহলি। পাকিস্তানের ১৫৯ রান তাড়া করে ম্যাচ জিতেছিল ভারত। কোহলি অপরাজিত ছিলেন ৫৩ বলে ৮২ রান করে। সেই ম্যাচের কথা ভুলতে পারেননি বিরাট। নিজের সেই ম্যাচের একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘২৩ অক্টোবর, ২০২২ দিনটা আমার হৃদয়ের খুব কাছের। কোনো ক্রিকেট ম্যাচ খেলতে নেমে এত তরতাজা বোধ করিনি। কী দারুণ একটা সন্ধ্যা ছিল!’

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে ছুটি কাটাচ্ছেন কোহলি। এশিয়া কাপ দিয়ে দলে ফিরবেন তিনি। এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ খেলবে ২ সেপ্টেম্বর।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..