ভাষা আন্দোলনের ৭০ বছর পুর্তি ও উদীচী’র ৫৪ বছর উদযাপন উপলক্ষ্যে হয়ে গেলো দুই দিন ব্যাপি অনুষ্ঠান।এর আয়োজক ছিলেন লন্ডনের সবচেয়ে বড় ও জনপ্রিয় বাড়া “টাওয়ার হ্যামলেট”।লন্ডনের সব জায়গা থেকে আগত কাউন্সিলর, স্পিকার,সাংস্কৃতিক অফিসার সহ সর্বস্তরের লোকজন এর উপস্থিতি অনুষ্ঠান টি কে প্রানবন্ত করেছিলেন।
অনুষ্ঠান টি লন্ডনের অতি পরিচিত ও স্বনামধন্য প্রতিষ্ঠান উদীচীর নিজস্ব শিল্পী ও অতিথী শিল্পীদের দ্বারা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়েছিল।এতে ছিল দলীয় সংগীত,আবৃত্তি একক সংগীত ও নৃত্য।
মোহাম্মদ দ্বীপ একটি নতুন ভাষা আন্দোলনের গান এর সাথে নৃত্য পরিবেশন করেন।এই গানটি এক বছর আগে যখন বের হয় তখন লন্ডনের জনপ্রিয় কন্ঠ শিল্পী কুইন এর গানের মডেল ছিলেন মোহাম্মদ দ্বীপ । এবার এই গানটির সাথে নৃত্য করে দর্শকদের মনে জায়গা করে নিলেন মোহাম্মদ দ্বীপ । তবে তিনি বাংলাদেশের দ্বৈতকন্ঠের গাওয়া গানের সাথে নৃত্য করেছেন ।
তিনি আয়োজকদের সহ উদীচী শিল্পীগোষ্ঠীর সবার কাছে কৃতজ্ঞ বলে জানিয়েছেন।