আলি হায়দার, কিশোরগঞ্জ থেকেঃ কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীর উপর নির্মিত তিন সেতুকে ঘিরে এলাকাটি পর্যটনকেন্দ্র পরিচিত সকলের কাছে। তাই ইদের ছুটিতে গতকাল (৪ আগস্ট) নরসিংদী থেকে ঘুরতে আসা পর্যটক মেঘনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে এখনও নিখোঁজ।
নিখোঁজ ব্যক্তির নাম মোঃ মাকমুদুল ইসলাম (১৮)। তার বাড়ি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চক মাধবদীর গ্রামে। বাবার নাস আবদুল কাদির মিয়া।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, মঙ্গলবার দুপুরে নরসিংদী জেলার মনোহরদী থেকে তারা ৬ বন্ধু মিলে ভৈরব মেঘনা ব্রীজে ঘুরতে আসে। পরে প্রচন্ড গরমের ফলে, এক পর্যায়ে তারা সবাই মিলে মেঘনা নদীতে গোসল করতে নদীতে নামে। কিন্তু নদীতে বেশি স্রোত থাকায় তলিয়ে যায় মাকমুদুল। জানাযায়, তলিয়ে যাওয়ার সময় মাকমুদুলের সাথে থাকা বন্ধুরা তাকে তলিয়ে দেখেই চিৎকার শুরু করে, পরে আশেপাশের মানুষ ছুটে আসে ।
পরে খরব পেয়ে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করলেও, নদীতে প্রচন্ড স্রোত থাকায় নিখোঁজ মাকমুদুলেকে খোঁজে মেলেনি এখনও।