দৈনিক প্রত্যয় ডেস্কঃ জ্বর, সর্দি ও কাশি নিয়ে ভোলা সদর হাসপাতলের আইসোলেশনে এক বৃদ্ধের (৭০) মৃত্যু হয়েছে। ওই বৃদ্ধ ভোলার দৌলতখান উপজেলার জয়নগর ইউনিয়নের বাসিন্দা। শনিবার ভোরে তার মৃত্যু হয়।
ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান, গত দুই দিন আগে ওই বৃদ্ধ জ্বর, সর্দি ও কাশি নিয়ে সদর হাসপাতলে আসেন। পরে আমরা তাকে আইসোলেশনে ভর্তি করি। ওই দিনই আমরা তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠিয়েছি। রিপোর্ট এখন আসেনি। তবে ওই বৃদ্ধের ডায়াবেটিস, অ্যাজমা ও হার্টের সমস্যাও ছিল। তিনি করোনা আক্রান্ত ছিলেন কি-না সেটা রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে ভোলায় প্রথম দুইজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ও অন্যজন মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা।
দৈনিক প্রত্যয়/ জাহিরুল মিলন