সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন
গাজী মো. তাহেরুল আলম, ভোলা প্রতিনিধি: আজ শনিবার(৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এক সাহিত্য আড্ডা জমে ওঠে লালমোহনের কাশফুল ভেন্যুতে। আড্ডার অনন্য আকর্ষণ ছিলো দুই বাংলার স্বনাধন্য কবি হুমায়ুন কবির(অর্ণব আশিক) এর উপস্থিতি।
স্বরচিত কবিতা আবৃত্তি করেন, উপকূল সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি গাজী মো. তাহেরুল আলম, কবি নুরুল আমিন ও কবি এরশাদ সোহেল।
কবিতা নিয়ে জ্ঞানগর্ভ আলোচানার ফাঁকে ফাঁকে প্রখ্যাত কবিগণের জনপ্রিয় কবিতাও আবৃত্তি করে শোনান অর্ণব আশিক। এ সময় উসাস’র নতুন প্রজন্মের কবিরাও মুগ্ধ হয়ে শোনেন আবৃত্তি। তিনি ভোলায় এতো সুন্দর একটি সাহিত্য সংগঠন প্রতিষ্ঠা করায় উসাস’র স্বপ্নদ্রষ্টা গাজী মো. তাহেরুল আলমসহ সকলকে ধন্যবাদ জানান।
আড্ডার প্রান্তসীমায় জনপ্রিয় কবি অর্ণব আশিক কে উসাস পরিবারের পক্ষ হতে একগুচ্ছ লাল গোলাপ ও বই উপহার দেয়া হয়।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, কাশফুলে আজকের এ সাহিত্য আড্ডা ও উসাস পরিবারের উচ্ছ্বসিত ভালোবাসা আমি কোনদিন ভুলবো না।