প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাবের এ সময়ে স্বাস্থ্যবিধি মেনে রেজিস্ট্রেশন ও ভাইরাসমুক্ত হওয়া নিশ্চিত সাপেক্ষে জুমআয় অংশ নিতে পারবে মুসল্লিরা। আজও পবিত্র দুই মসজিদে অনুষ্ঠিত হবে জুমআ। রমজানে নামাজ এবং ওমরায় দেড় লাখ মুসল্লি অংশ গ্রহণ করতে পারবে ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আজ ৩০ এপ্রিল ২০২১ইং মোতাবেক ১৮ রমজান (সৌদিতে) ১৪৪২ হিজরি কাবা শরিফ ও মদিনায় খুতবাহ ও জুমআর নামাজ পড়ানোর জন্য হারামাইন কর্তৃপক্ষ দুইজন প্রসিদ্ধ ও খতিব নির্বাচিত করেছেন। যারা নির্বাচিত হয়েছেন-
– কাবা শরিফের সম্মানিত ইমাম শায়খ ড. আব্দুল্লাহ আওয়াদ আল-জুহানি।
– মদিনা শরিফের প্রসিদ্ধ ইমাম শায়খ ড. আব্দুল বারি আল-থুবাইতি।
যথাযথ নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ও নিজস্ব মুসাল্লাসহ মুসল্লিরা নিরাপদে এ দুই পবিত্র নগরী মক্কার মসজিদে হারামে এবং মদিনার মসজিদে নববিতে উপস্থিত হয়ে খুতবা শোনবেন এবং নামাজ আদায় করবেন।
মুসল্লিদের ভিড় কমাতে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে নামাজ পড়া ও স্বাস্থ্যবিধি মানার সুবিধার্থে মসজিদে নববির ছাদ খুলে দেয়া হয়েছে। সেখানে প্রায় ১০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবে।
সৌদি আরবের সব মসজিদে নামাজ পড়ার সময় ও দিকনির্দেশনা জারি করা হয়েছে। দেশটির ইসলামিক দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের নতুন এই নির্দেশনা হলো-
– মসজিদে আজান দেয়ার ১০ মিনিটের মধ্যে জামাআত শুরু করতে হবে।
– আজান ও জামাআতের মধ্যে ১০ মিনিটের বেশি বিরতি না দেয়া। তবে ফজরের নামাজের জন্য আজান ও জামাআতের মধ্যবর্তী সময়ের বিরতি হবে ২০ মিনিট।
– সরকারি নির্দেশনায় আরও বলা হয়েছে- মসজিদসমূহ আজানের পর খোলা হবে এবং নামাজের ১০ মিনিট পর বন্ধ করে দেয়া হয়।
জুমআর ক্ষেত্রে-
– জুমআর নামাজের ক্ষেত্রে জামে মসজিদগুলো আজানের ৩০ মিনিট আগে খোলা হবে। আর নামাজের ১০ মিনিট পর বন্ধ করে দেয়া হবে।
– আগের মতো জুমআর খুতবাহ ও জামাআত ১৫ মিনিটের বেশি হতে পারবে না। এ মর্মে সব খতিবকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার মসজিদে ইতেকাফসহ সাহরি ও ইফতার স্থগিত করেছে সৌদি আরব। তবে রমজানের প্রতিদিন পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফে এক লাখেরও বেশি মানুষকে নামাজের অনুমতি দেওয়া হবে এবং ৫০ হাজার ব্যক্তিকে ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে।
দেশটির ইসলামবিষয়ক নির্দেশনা ও দাওয়াহ মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, ৬৫ বছর কিংবা তার বেশি বয়সের লোকদের মধ্যে যারা ইতিমধ্যে করোনাভাইরাসের টিকা নিয়েছেন তারাও ওমরাহ পালন করতে পারবেন।
আবার পবিত্র নগরী মক্কার গ্র্যান্ড মসজিদ কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের জন্য টিকা নেয়া আবশ্যক।
ইসলামবিষয়ক মন্ত্রী ড. আব্দুল লতিফ আল-শায়েখ মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (০৬ এপ্রিল) এক নির্দেশনা জারি করেছেন। রমজানে মসজিদের ভেতরে সাহরি, ইফতার এবং ইতেকাফ স্থগিত করা হবে। পাশাপাশি ঈদুল ফিতরের নামাজ আদায়ের স্থান বাড়ানোর কথাও বলেছেন তিনি।
মন্ত্রী আরও জানান, তারাবিহ ও তাহাজ্জুদ নামাজ সম্পর্কে নির্দেশনা পরে ঘোষণা করা হবে।
এদিকে হজ ও ওমরাহ মন্ত্রী ড. আবদেল ফাত্তাহ মাশহাত বলেছেন, যারা কাবা শরিফে ওমরাহ পালন করবে তাদেরকে ‘ই-তামারনা’ অ্যাপে আবেদন না করে ‘তাওয়াক্কালনা’ অ্যাপে আবেদন করতে হবে।
তিনি আরও বলেন, রমজান মাসে পবিত্র কাবা শরিফ ও মসজিদে নববিতে ইবাদত করতে ইচ্ছুকদের অনুমতি সপ্তাহিক ভিত্তিতে প্রকাশ করা হবে। আবার কোনো কিছু বাতিলের সিদ্ধান্তও জানানো হবে।