প্রত্যয় ডেস্ক, এম. তৌহিদুল ইসলাম রুবেল, পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় পিতা-মাতা হারানো এতিম অসহায় তিন প্রতিবন্ধী ভাই-বোন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সরকারি একটি ঘর দাবী করেছেন।
বিষয়টি অবগত হয় উপজেলা নির্বাহী অফিসার স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে এবং সরেজমিন পরিদর্শন করেন। জরাজীর্ণ ঘরে বসবাস করে আসা ওই ৩ প্রতিবন্ধীর অসহায়ত্ব, দুর্ভোগের সত্যতা পেয়েছেন বলে জানা গেছে। জানা গেছে, উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড হোগলপাতি গ্রামের মৃতঃ আঃ মালেক এর ২ পুত্র মোঃ জাহাঙ্গীর (৩৬), মোঃ আলমগীর (৩৩) ও ১ কন্যা সাজিনুর (২৫) প্রত্যেকেই জন্মের কয়েক বছর সুস্থ থাকার পর হঠাৎ করে অসুস্থ হয়ে পরেন এবং একপর্যায় চলাফেরা করতে অক্ষম হন। জাহাঙ্গীর ও আলমগীরের পা ধীরে ধীরে চিকন হতে থাকে এবং পায়ের পাতা বাঁকা হয়ে যায়। সাজিনুরের পা চিকন না হলেও হাত পা বাঁকিয়ে যাওয়ায় স্বাভাবিকভাবে হাঁটা চলা করতে পারছে না। মা-বাবা হারিয়ে অসহায় ৩ প্রতিবন্ধী ভাই-বােনর জীবনে নেমে আসে দুঃখের ছায়া। খুব কষ্ট করে জরাজীর্ণ একই ঘরে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে। একটু বৃষ্টি হলেই ঘরের চাল দিয়ে পানি পরে। জরাজীর্ণ ঝুঁপড়ি মারা ঘরটিও বেশ নাজুক অবস্থা। ঘরটি যেকােন সময় ভেঙ্গে পরতে পারে। সরকারি ও বেসরকারি দান অনুদানে এ অসহায় প্রতিবন্ধীদের দেখাশুনা করে আসছে তাদের চাচা মাওঃ নূরুল আমীন। একটি পাকা টেকসই ঘর পেলে বাকী জীবন কিছুটা হলেও নিরাপত্তা আশ্রয়স্থলে থেকে জীবন পার করার ইচ্ছা পোষণ করেন এ অসহায় তিন এতিম প্রতিবন্ধী ভাই-বােন।
সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার ৩ প্রতিবন্ধী ভাই-বােনকে হুইল চেয়ার প্রদান করেন এবং নিয়মিত খােঁজ খবর নিচ্ছেন বলে জানা যায়। বর্তমানে সরকারি ঘর দাবী করার বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন তিনি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি ভৌমিক জানান, ওই প্রতিবন্ধীদের দুঃখ দুর্দশা আমি সরেজমিনে পরিদর্শন করেছি। ভুক্তভাগীরা যাতে দ্রুত সরকারি ঘর পায় সে জন্য যথাযথ প্রক্রিয়া অব্যাহত আছে।