প্রতিবেদনঃ মেহেদী হাসান রাকিব: ঈদের আনন্দে বিষাদের ছায়া ফেলছে অসুস্থ এবং তাদের স্বজনদের। প্রিয়জনকে বাঁচাতে হাসপাতালে হাসপাতালে ছুটে ঈদ কাটছে অনেক অসহায় পরিবারের।
হাসপাতালেই কাটছে তাদের ঈদ।
পরিবারের সদস্যদের ভাবনারও অতীত, কোনো ঈদে এমন কিছু অপেক্ষা করবে তাদের।
ঈদের দিন সবাই যখন আনন্দে উৎসবে মাতোয়ারা, মনপুরা হাসপাতালে তখন কেবল বিষাদের ছায়া। কেউ ব্যস্ত ভর্তি থাকা প্রিয়জনের সেবায়। কারো মধ্যে স্বজন হারানোর শোক।
অসুস্থ আজিজের মা বলেন, সব সময় বাড়িতে ঈদ করি, আনন্দে কাটে। এখন হাসপাতালের ছেলেকে নিয়ে ঈদ করতে হবে কারণ ছেলে ঠান্ডা জনিত কারণে হাসপাতালে ভর্তি।
ক্রান্তিকালেও কারো কারো চেষ্টা প্রিয়জনকে ঈদের একটুখানি আনন্দ দেওয়ার। আবার কেউ ভুলেই গিয়েছিলেন ঈদের কথা। আর পরিবার-প্রিয়জন রেখে মানবতার সেবায় দাঁড়ানোর মধ্যেই নিজেদের তৃপ্তি খুঁজছেন চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা।
মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আশিকুর রহমান অনিক বলেন, রোগী যখন একটু স্বস্তি পায়, তখন আমরা ঈদের আনন্দটা পাই। রোগীর আত্মীয়-স্বজনের মুখে যদি একটু হাসি ফুটে, তখন আমরা অনেক শক্তি পাই।
তিনি আরো বলেন, ঈদের মধ্যেও রোগীদের সেবা দিতে নেই চেষ্টার কোনো কমতি। সবার সঙ্গেই কষ্টটা শেয়ার করে নিচ্ছেন তারা।
সারা দেশে ত্যাগের মহিমায় ঈদুল ফিতর উদযাপন করছেন মুসলমানরা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভ আর পাপমোচনের আশা করছেন ধর্মপ্রাণ মানুষ। তাদের প্রার্থনা দূর হোক দেশের সংকট , উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে।