রাকিব শান্ত, উত্তরবঙ্গ ব্যুরো প্রধানঃ বগুড়া পৌরসভার ৮নং ওয়ার্ড এ মশক নিধনের কিটনাশক ছিটানোর সময় শেয়ালের কামড়ে ২ জন আহত।
বগুড়া পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব এরশাদুল বারী এরশাদ জানান, সরকারী মশক নিধন কার্যক্রমের আওতায় বগুড়া পৌরসভার ০৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় এই মৌসুমের দ্বিতীয় দফায় ওয়ার্ডব্যাপী কিটনাশক ছিটানো হয়। সেই কার্যক্রমের প্রথম দিনে ওয়াপদা কলোনীতে কিটনাশক ছিটানোর সময় বিস্তীর্ন জঙ্গলে লুকিয়ে থাকা শেয়াল পৌর পরিচ্ছন্ন কর্মীদের অতর্কিতে আক্রমণ করে। এসময় শেয়াল দুইজন কর্মী’কে কামড় দিয়ে আহত করে।
আহত দুজন হচ্ছেন আপেল মাহমুদ ও আব্দুস সামাস। তিনি তৎক্ষণাত তাদের চিকিৎসার ব্যবস্থা করেন এবং পরবর্তীতে তাদের সাথে স্বাক্ষাত করেন।
আহতদের চিকিৎসা চলমান বলে জানান তিনি।