নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মহাখালীতে ক্রেতাদের ভিড়ে জমজমাট ‘গরীবের এক দিনের মাংসের হাট।’ কুরবানি উপলক্ষে জবাইকৃত পশুর মাংস বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করে গরিব অসহায় আর দুস্থ মানুষরা। আর সেই মাংস মহাখালী রেলগেইট, ওয়্যারলেস গেইট মোড়ে এনে বিক্রি করছে তারা। মাংস বিক্রেতাদের একটি বড় অংশ মহাখালীতে ভাসমান। তাদের বেশিরভাগই ভবঘুরে, হকার ও দিনমজুর।
তবে ভিন্নচিত্র ক্রেতাদের ভেতর। তাদের সিংহভাগই উচ্চ আয়ের, হোটেল মালিক। বাকিরা হলেন যারা কুরবানি দিতে পারেনি এমন মানুষ।
ঈদের দিন দুপুর থেকে মাংস আসা শুরু হয়। কোন একজনের মাংসের পোটলা আসা মাত্রই হুমড়ি খেয়ে পড়ছে ক্রেতারা। মহাখালী ওয়্যারলেস গেইট মোড়ে কুরবানির গরুর মাথা, লেজের মাংস ও ভুড়ি রাস্তায় বসেই কেটে বিক্রি করতে দেখা যায় সিজনাল কসাইদের।
বিক্রেতারা জানান, শুধু মাংস দিয়ে তো আর পরিবারের খাওয়া দাওয়া চলবে না। কিছু মাংস রেখে বাকি মাংস বিক্রি করে মসলা চাল ডাল অন্যান্য সামগ্রী কিনতে হবে। সংরক্ষণ করার ব্যবস্থাও নেই।
তবে কম দামে মাংস কিনতে পেরে খুশি ক্রেতারা। মহাখালী রেলগেইটে ৪০০ টাকা কেজিতেও মাংস কিনতে দেখা যায়।