বনানী প্রতিনিধি:
রাজধানীর মহাখালীর আমতলী ও বাস টার্মিনাল থেকে মৃতদেহের বিচ্ছিন্ন অংশ উদ্ধারের পর এবার বনানী-১১ ব্রিজের নিচে লেক থেকে মরদেহের কাটা মাথা উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩১ মে) বেলা ৩টার দিকে ডিবি পুলিশ মাথাটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মাথাটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এরই মধ্যে হত্যাকান্ডের শিকার ওই ব্যাক্তির পরিচয় পেয়েছে পুলিশ। তিনি কিশোরগঞ্জের ময়না মিয়া (৩৫)। যিনি পেশায় সিএনজি অটোরিক্সা চালক। পুলিশ জানায়, নিহতের প্রথম স্ত্রীর পরিকল্পনাতে এই হত্যাকান্ড। হত্যার পর লাশ গুমের চেষ্টা করে খুনিরা।
গোয়েন্দা পুলিশ (উত্তর) এর যুগ্ম কমিশনার হারুন অর রশীদ বলেন, বনানী লেকের সংযোগ সেতুর পাশ থেকে মাথাটি উদ্ধার করা হয়। ময়না মিয়ার প্রথম স্ত্রী এই হত্যাকান্ড ঘটিয়েছে। প্রথম স্ত্রীকে গ্রেফতারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী এখান থেকে কাটা মাথা উদ্ধার করা হয়।
এর আগে, রোববার (৩০ মে) রাত ৯টার দিকে মহাখালীর আমতলী কাঁচাবাজার সড়কের পাশে একটি নীল রঙের ড্রামের ভেতরে বস্তাবন্দি অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করে বনানী থানা পুলিশ। তবে মরদেহের দুই হাত, দুই পা ও মাথা বিচ্ছিন্ন ছিল। পরে কয়েকঘন্টা পর রাত ১টার দিকে মহাখালী বাস টার্মিনালের ভেতরে এনা বাস কাউন্টারের সামনে থেকে একটি ব্যাগভর্তি দুই হাত ও দুই পা পাওয়া যায়।