বনানী প্রতিনিধিঃ মাঠে খেলতে দেয়ার দাবিতে মানববন্ধনের সময় রাজধানীর মহাখালীতে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থীদের হামলার অভিযোগ করেছে স্থানীয়রা। বাধা দিতে গেলে পুলিশ সদস্যদেরও লাঞ্ছিত করেন তারা। শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ১১টার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে মহাখালী আইএইচটি প্যারামেডিকেল মাঠে কাউন্সিলর ফুটবল টুর্নামেন্ট এর সেমিফাইনাল ম্যাচ খেলার উদ্দেশ্যে খেলোয়াড়রা গেলে প্রতিষ্ঠানের গেটের দারোয়ান তাদের ঢুকতে বাধা দেন। পরে মাঠটিতে খেলতে দেয়ার দাবিতে শিশু-কিশোর ও তরুণরা মানববন্ধন করছিলো। এসময় তাদের ব্যানার কেড়ে নিয়ে লাঠিসোটা নিয়ে হামলা চালায় ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের ওপরও চড়াও হয় শিক্ষার্থীরা। বনানী থানার এক এসআই ও ২ কনস্টেবলকে লাঞ্ছিত করে আইএইচটি’র ছাত্ররা। পরে আরও পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
প্রত্যক্ষদর্শী বলেন, তাদের হামলায় নাঈম নামে একজন গুরুতর আহত হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।