নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর মহাখালী এলাকা থেকে বিএনপির ২৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন ২০ নাম্বার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বনানী থানা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ। এছাড়া নাশকতার মামলার পলাতক আসামিও রয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) রাতে মহাখালীর এসকেএস টাওয়ার থেকে তাদের আটক করা হয়।
কাফরুল থানার ওসি হাফিজুর রহমান বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে নাশকতার পরিকল্পনা করছে এমন তথ্যের ভিত্তিতে রাত ৮টার দিকে এসকেএস টাওয়ারের ফুড কোর্টে অভিযান চালানো হয়। সেখান থেকে ২৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে বিএনপি ও অঙ্গ সংগঠনের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী রয়েছেন।
তিনি আরও জানান, আটক সবাই বিএনপির নেতাকর্মী কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কারণ, ঘটনাস্থল ফুড কোর্ট হওয়ায় সেখানে অনেক লোকজন ছিল। দলীয় নেতাকর্মীর বাইরে কেউ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত নেতাকর্মী ছাড়া অন্য কেউ থাকলে তাদের ছেড়ে দেওয়া হবে। একইসঙ্গে সরকারবিরোধী বৈঠক ও নাশকতার পরিকল্পনায় জড়িতদের গ্রেপ্তার দেখানো হবে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাসান আলী বলেন, গুলশান-বনানী থানা বিএনপির কিছু নেতাকর্মী একটি বৈঠক করছিল। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশের প্রস্তুতির বিষয়ে সাংগঠনিক আলোচনা চলছিল।