বনানী (ঢাকা) প্রতিনিধিঃ রাজধানীর মহাখালীতে ইসলাম ধর্মের আদর্শে অনুপ্রাণিত হয়ে এক ব্যক্তি নিজ ইচ্ছায় সনাতন ধর্ম তথা হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ওই ব্যক্তির নাম শ্রী শুশীল চন্দ্র মন্ডল (৫০), বর্তমান তার নাম মোঃ আব্দুল্লাহ। তার পিতা নারায়ন চন্দ্র মন্ডল, মাতা- মায়া রানী। এফিডেভিট ও এনআইডি সূত্রে জানা যায় তার ঠিকানা- বাসা: আইপিএইচ স্টাফ কোয়ার্টার, ডাকঘর- গুলশান, থানা- বনানী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা-১২১২। হুজুরের কাছে কালিমা পাঠ করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
গত শুক্রবার (২৪ নভেম্বর) জুম্মার নামাজের সময়
সে হিন্দু ধর্ম ত্যাগ করে স্থানীয় হুজুরের কাছে কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে সোমবার (৪ই ডিসেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং নোটারি পাবলিকের কার্যালয় (ঢাকার কার্যালয়ে) স্ব-শরীরে গিয়ে এফিডেভিট করে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার বর্তমান নাম মোঃ আব্দুল্লাহ।
মোঃ আব্দুল্লাহ জানান, আমি শৈশবকাল হইতেই মুসলিম ধর্মের মুসলমান বন্ধু-বান্ধব ও আশেপাশের লোকজনের সাথে চলাফেরা করায় ইসলাম ধর্মে দীক্ষিত লোকদের সাথে আমার পরিচয় হয় এবং তাহাদের ধর্ম সম্পর্কে অবগত হয়ে এবং ইসলামের মহাগ্রন্থ আল কোরআন ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- এর হাদিস পড়িয়া ও শুনিয়া আমার মনে ও অন্তরে এই বিশ্বাস জন্মিয়াছে যে, পৃথিবীতে একমাত্র শ্রেষ্ঠ এবং মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালার একমাত্র মনোনিত ধর্মই হচ্ছে “ইসলাম”। হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য এলাকার অনেকের সাথে পরামর্শ করেছি। পরে আমার এলাকার মসজিদের ইমামের কাছে কালিমা পাঠ করে ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে নোটারি পাবলিকের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করি।
তিনি বলেন, ‘আমার ইসলাম ধর্ম গ্রহণে পরামর্শ, এফিডেভিট ও সর্বাত্মক সহযোগিতা করেছেন স্থানীয়- আলমগীর তসলিম, মোঃ কাউছার আহমেদ, আল আমিন, জাহিদ মাহমুদ, আনজির ইসলাম রাব্বি, মঞ্জুর ঢালি, মাহমুদুল হাসান, মোঃ কামরুল ইসলাম ও মোঃ কামরুজ্জামান। তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ।’