ওয়েব ডেস্ক: মাগুরায় সুজৃত কুমার গুহ ভজন (৫২) নামে এক কলা ব্যবসায়ীকে গলা কেটে হত্যার করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
শনিবার (২৬ জুলাই) রাত সাড়ে ২২টার দিকে শহরের ছায়াবীথি সড়কের ঋষিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ভজন গুহ মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের কুমরুল গ্রামের মৃত শন্তশ কুমার গুহের ছেলে। তিনি পেশায় একজন কলা বিক্রেতা ছিলেন।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মিরাজুল ইসলাম জানান, রাত ১১টার দিকে খবর পাই ছায়াবীথি সড়কে ঋষিপাড়ায় সড়কের পাশে একজনের জবাই করা মরদেহ পড়ে আছে। তাৎক্ষণিকভাবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। নিহত ব্যক্তি পেশায় একজন কলা বিক্রেতা। গত চার মাস ধরে তিনি মাগুরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে পরিবার নিয়ে বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। এ ঘটনায় ওই এলাকার আবির নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার বাড়ি থেকে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবির পুলিশের কাছে এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হলো, তা খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।