নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির সেরা ওসি নির্বাচিত হয়েছেন যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল ইসলাম, বিপিএম, পিপিএম-বার।
রবিবার (১৬ আগস্ট) ডিএমপি সদর দপ্তরে ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপির কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। এনিয়ে অষ্টমবারের মতো সেরা অফিসার ইনচার্জ হলেন যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল ইসলাম।
পুরস্কার প্রাপ্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যাত্রাবাড়ি থানার ওসি (অফিসার ইনচার্জ) মাজহারুল ইসলাম জানান, আলহামদুলিল্লাহ! এবারও (জুলাই/২০)ডিএমপির শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্বারকারী অফিসার হিসাবে স্বীকৃতি পাওয়ায় মাননীয় পুলিশ কমিশনার জনাব মোহঃ শফিকুল ইসলাম বিপিএম(বার) স্যার, ডিসি ওয়ারী স্যার সহ সকল সিনিয়র অফিসারদের প্রতি কৃতজ্ঞতা।সকলের কাছে দোয়া প্রাথী।
মাজহারুল ইসলামের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলায়। তার ডাক নাম ‘কাজল’।তার বাবা ছিলেন একজন শিক্ষক। মা গৃহিনী। ছয় ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সন্তানের জনক মাজহারুল ইসলাম।
বরাবরই সেরা ছাত্রের পুরুষ্কার পেতেন মাজহারুল ইসলাম।১৯৯১ সালে নিজ গ্রামের রাজকুমার এডওয়ার্ড স্কুল থেকে এসএসসি পাশ করেন।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স, মাষ্টার্স করে পুলিশ বাহিনীতে যোগদান করেন।সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে সকলের প্রিয়ভাজন হয়ে উঠেছেন মাজহারুল ইসলাম।