স্পোর্টস ডেস্ক: যেকোনো কন্ডিশন কিংবা উইকেটেই দ্রুত মানিয়ে নিতে পারেন সাকিব আল হাসান। তার এই গুণের কারণেই উপমহাদেশের বাইরেও সফল এই বাঁহাতি স্পিনার। আর স্পিন বান্ধব উইকেটেতো বরাবরই প্রতিপক্ষের জন্য বড় হুমকি। তাইতো বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে সাকিবকে নিয়ে বেশ সর্তক বিরাট কোহলি।
এশিয়া কাপের এবারের আসরে সুপার ফোরের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচটি দুই দলের জন্যই নিয়ম রক্ষার। কারও খুব বেশি পাওয়ার কিছু নেই। তারপও আন্তর্জাতিক ম্যাচ বলে কথা। তাইতো প্রতিপক্ষকে নিয়ে হোমওয়ার্ক করেই মাঠে নামছে ভারত।
কোহলিদের বাড়ির কাজের অনেকটা জুড়েই ছিলেন সাকিব। এই অভিজ্ঞ স্পিনার প্রসঙ্গে তিনি বলেন, ‘সাকিব খুবই অভিজ্ঞ একজন বোলার, তার বিপক্ষে আমি প্রচুর ম্যাচ খেলেছি। সাকিব যেভাবে গতির তারতম্য করে এবং নতুন বলে বোলিং করে তা যেকোনো ব্যাটারের জন্যই বুঝা কষ্টসাধ্য। আপনি যখন বিশ্বমানের স্পিনারের বিপক্ষে খেলবেন তখন আপনাকে নিজের সেরাটা দিতে হবে।’
বোলিংয়ে সাকিবের বড় একটা অস্ত্র ব্যাটারকে দ্রুত পড়তে পারার ক্ষমতা। এ প্রসঙ্গে হার্দিক পান্ডিয়া বলেন, ‘সাকিব একজন স্মার্ট ক্রিকেটার। সে লম্বা সময় ধরে তার দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে।’