স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া দলের ক্রিকেটার ফিলিপ হিউজের কথা নিশ্চয় মনে আছে সবার। ২০১৪ সালে সিডনিতে শিল্ড ম্যাচে মাথায় বলের আঘাত পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এরপর কেটে গেছে অর্ধযুগেরও বেশি সময়। এবার সেই অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের জন্যই ব্যাটিংয়ের সময় বিশেষ সুরক্ষা হিসেবে ‘নেক গার্ড’ বাধ্যতামূলক করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
এখন থেকে স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নারদের ব্যাটিংয়ের সময় বিশেষ সতর্কতা হিসেবে নেক গার্ড ব্যবহার করতে হবে। এবার আর কোনো সুপারিশ নয় পুরোপুরি বাধ্যতামূলক বিধান করে দিয়েছে ক্রিকেট সিএ।
ক্রিকেট অস্ট্রেলিয়ার হেড অব অপারেশন পিটার রোচ এক বিবৃতিতে বলেছেন, ‘মাথা এবং ঘাড় রক্ষা করা আমাদের খেলাধুলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। বিশেষজ্ঞ এবং স্টেকহোল্ডারদের অনেক বিস্তৃত আলোচনা ও পরামর্শের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে ঘাড়ের গার্ডের জন্য কাগিসো রাবাদার বাউন্সারের আঘাত থেকে রক্ষা পান ক্যামেরুন গ্রিন। তার বদলি হিসেবে পরবর্তী ম্যাচগুলো খেলেছেন মার্নাস লাবুশেনে। গ্রিনের সেই আঘাতের এক সপ্তাহ পার না হতেই এই সিদ্ধান্তের কথা জানালো দেশটির ক্রিকেট বোর্ড।