মোঃহাসান,লামা উপজেলা প্রতিনিধি :উত্তর দরদরী নয়া পাড়া,০২নং ওয়ার্ড, ০৬নং রুপসী পাড়া ইউনিয়নে।মজিবুল বশর (১৫) পিতা;-মৃত নূরুল আমিন, মাতা; রাশেদ বেগম।নিখোঁজ মজিবুল বশর তার বড় ভাই খাইরুল বশর (১৯) জানান। চট্টগ্রাম জেলার পাটিয় থানাধীন বিনানিহারা তাজবীরদুল কোরআন হাফেজীয়া ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানায় লেখাপড়া করে।সপ্তাহে খানেক পূর্বে ছুটিতে সে আমাদের বাড়িতে বেড়াতে আসে।গত ১৭/০২/২০২১ ইং তারিখ সে তার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার জন্য সকাল অনুমানি ০৯:০০ ঘটিকার সময় বাড়ি থেকে বাহির হয়। আমার মা তাকে লামা বাস টার্মিনালে গিয়ে বাসে উঠাইয়া দেন।বিকাল অনুমানি ০৩:৩০ ঘটিকার সময় ঔ মাদ্রাসার শিক্ষক আমার মায়ের ফুফাত ভাই মোঃহামিদ এর সাথে যোগাযোগ করিয়া আমার ভাই মাদ্রাসায় পৌছাইছে কিনা খবর নেন।নিদিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর ও আমার ভাই তার মাদ্রাসায় নাই খবর পেয়ে আমরা আমাদের নিকট আত্মীয়দের ঘর-বাড়ি সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ খবর নিহ। কিন্ত অদ্যাবাধি আমার ভাইয়ের কোন সন্ধান পাওয়া যাইতেছে না।আমরা খোঁজাখুঁজি অব্যহত রাখিয়াছি। এ ঘটনায় লামা থানায় ২১ ফেব্রুয়ারি একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৮০২/২১) তাং ২১/০২/২১ করা হয়েছে। কোনো হৃদয়বান ব্যক্তি মুজিবুল বশর সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা নিচের দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। 01585280416
01888248814
নিখোঁজ ব্যাক্তির বর্ণনাঃ
নামঃমজিবুল বশর (১৫) পিতা:মৃত নূরুল আমিন মাতা:-রাশেদ বেগম সাং উত্তর দরদরী নয়া পাড়া, ০২নং ওয়ার্ড, ০৬নং রুপসী পাড়া ইউপি, থানা লামা, জেলা বান্দরবান।
*গ্যায়ের রং ফর্সা, উচ্চতা অনুমানিক -৪’ ফুট ০৮” ইঞ্চি মুখমন্ডল গোলাকার।
*গ্যায়ে হালকা টিয়া রংয়েরও পাঞ্জাবি ও পরনে সাদা পায়জামা এবং পায়ে এপেক্স কোম্পানির নীল রংয়ের সেন্ডল ছিল।
*সে চট্টগ্রামের আঞ্চলিক ও চলিত ভাষায় কথা বলে।
যোগাযোগ