বরিশাল,প্রতিনিধিঃ স্বামী বিবেকানন্দ বলেছিলেন জীবে প্রেম করে যেই জন,সেই জন সেবিছে ঈশ্বর” এই বাণী নানা সময়ে নানান মানুষের মধ্যে প্রতিফলিত হতে দেখেছি আমরা। তবে বিশাল এ পৃথিবীতে এই মানুষগুলোর সংখ্যা একেবারেই নগন্য। তারপরও এই মানুষগুলি আছে বলেই আহাজারি পৃথিবীটা এখনও বাঁচার স্বপ্ন দেখে। ধনী-গরীব ভালোবাসার মিলবন্ধন তৈরি করা এক মানবিক মানুষের গল্প বলব আজ।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার প্রথম চেয়ারম্যান ও উপজেলা বেইজ কমান্ডার আব্দুল ওহাব খাঁনের সুযোগ্য কন্যা বর্তমান উপজেলা মহিলা ভাইস ফারজানা বিনতে ওহাব।
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই দায়িত্ববোধ থেকেই করোনার সংকটময় মুহূর্তে তিনি ক্লান্তিহীনভাবে সকাল-সন্ধ্যা ছুঁটে বেড়াচ্ছেন ক্ষুধার্ত মানুষের খোঁজে।দাঁড়াচ্ছেন পাশে, দিচ্ছেন উপহার সামগ্রহী, জোগাচ্ছেন সাহস আর অনুপ্রেরণা। দেশে মহামারি করোনা সনাক্ত হওয়ার পরপরই জনসচেতনতায় তৎপর হন এই মানবিক মানুষটি। শুধু কি তাই উপজেলার প্রত্যান্ত এলাকা ঘুরে বেড়িয়েছেন মানব সেবার জন্য, দিয়েছেন অসহায়দের আশ্রয়স্হল।
তিনি পিতার আদর্শকে ধারন করে একজন মানুষকে দেখিয়ে দিয়েছেন ইচ্ছাশক্তি মানুষকে কোথায় পৌঁছে দিতে পারে। করোনার মধ্যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিম্নবিত্ত মানুষের সঙ্গে তৈরি করেছেন ভালোবাসার এক মিলবন্ধন।
দেখিয়ে দিয়েছেন- তিনি শাসন নয়, জনগণের সেবক হয়ে মানুষের জন্য কিছু করা যায়।
রিপোর্ট :রাতিবুল ইসলাম রাজীব।