রাকিব শান্ত, উত্তরবঙ্গ ব্যুরো প্রধানঃ আজ সোমবার বগুড়ার শহীদ টিটু মিলনায়তন এর কনভেনশন হলে মানিক বায়োলজির গ্র্যাণ্ড ফেলিসিটেশন-২০২৩ অনুষ্ঠানটি আয়োজিত হয়ে গেল।
মানিক’স বায়োলজি ২০১৪ সাল থেকে বায়োলজি প্রাইভেট প্রোগ্রাম শুরু করে। আজকে ২০২৩ সালে সফলতার সাথে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এইচএসসি ২০২২ ব্যাচে সারা বাংলাদেশে সফলতার সাথে ৫৫ জন মেডিকেল কলেজে চান্স পায়।
মানিক’স বায়োলজির আজকের এই গ্র্যাণ্ড ফেলিসিটেশন-২০২৩ প্রোগ্রামে স্যারের এইচএসসি প্রথম ও দ্বিতীয় বর্ষের প্রায় ১২০০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠানে মেডিকেল চান্সপ্রাপ্ত দের সংবর্ধনা দেয়া হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- মানিক’স বায়োলজির মেন্টর জনাব আমিনুল ইসলাম মানিক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এডোনিস বাবু তালুকদার, সাধারণ সম্পাদক, জলেশ্বরীতলা ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নূরে আলম সিদ্দিকি রাঙা
প্রফেসর, রসায়ন বিভাগ, গোবিন্দগঞ্জ সরকারি কলেজ,
হাবিবুর রহমান রজিব
সভাপতি, সম্মিলিত শিক্ষক পরিষদ,জলেশ্বরী তলা,বগুড়া
এটি এম মশিউর রহমান রাসেল
লেকচারার, আর এইচ কলেজ,বগুড়া।