মো: জুয়েল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি: পৃথিবীতে কেউ সাফল্যের চামচ নিয়ে জন্মলাভ করে না। কঠোর পরিশ্রমের মাধ্যমে সবকিছু অর্জন করতে হয়।
প্রবাদ আছে, ‘পরিশ্রম সাফল্যের চাবিকাঠি’। পরিশ্রমের দ্বারা ভাগ্যের চাবিকাঠি এমনভাবে পরিবর্তন করা সম্ভব, যা অলস মানুষের কাছে অলৌকিক বলে মনে হয়। যে কোনো ক্ষেত্রে সফলতার প্রথম শর্ত হল প্রবল ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম।
মানুষ যদি তার লক্ষ্যে অটুট থাকে এবং সেই অনুযায়ী কাজ করে, তবে একদিন সে সাফল্যের চূড়ায় পৌঁছতে পারে আর তা যদি হয় মানব সেবা। আমাদের চারপাশে এমন অনেক প্রতিভাবান আর কঠোর পরিশ্রমি ব্যক্তি দেখতে পাই আর সেই ব্যক্তি যদি হয় দেশ, দেশের মানুষের নিরাপত্তা দেয়া একজন মানবিক পুলিশ সদস্য তাহলে তো শ্রদ্ধায় ভোরে উঠে তার জন্য।
হ্যাঁ! বলছি সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির এর কথা।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, পৃথিবীর ইতিহাসে অনেক সফল ব্যক্তির নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। যুগে যুগে, কালে কালে যারা স্মরণীয় ও বরণীয় হয়েছেন, প্রকৃতপক্ষে তাদের সাফল্যের পেছনে লুকিয়ে আছে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়। এবং তারা যা করেছেন তা সবই মানুষের কল্যাণে। আধুনিক বিশ্বে যা কিছু আবিষ্কার হয়েছে সবই পরিশ্রমের ফসল।
তিনি আরও বলেন, মানুষ কোনো কাজে প্রথমবারেই সাফলতা লাভ নাও হতে পারে। দীর্ঘদিনের পরিশ্রম বা নিরবচ্ছিন্ন পরিশ্রমের ফলেই ধরা দেয় কাংক্ষিত সাফল্য। কোনো কাজে ব্যর্থ হলে তাতে হতাশ না হয়ে সেই কাজে কঠোর মনোনিবেশ করলে সফল হওয়া অবশ্যই সম্ভব। আর আমার সফলতা তখনই, যখন দেখি আমার শহর, আমার দেশ একটি মাদকমুক্ত বাংলাদেশ। আমার সফলতা তখনই, যখন দেখি আমার মা বোনেরা কাজ শেষে নিরাপদে সম্মানের সাথে বাড়ি ফিরছে।
একজন ছাত্র কঠোর অধ্যয়নের মাধ্যমেই ভালো ফলাফল করে থাকে। একজন কৃষক রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে চাষ করেন বলেই হাসিমুখে ফসল উত্তোলন করেন। আর একজন পুলিশ সদস্য ২৪ ঘন্টা দেশটাকে পাহারা দেন বলেই আমরা শান্তিময় ঘুম দিতে পারি।
পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না, যতক্ষণ সে নিজের ভাগ্য নিজের কর্মের দ্বারা পরিবর্তন না করে।’ প্রখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন বলেছেন, সাফল্যের মাত্র দুই ভাগ হল প্রতিভা আর বাকি আটানব্বই ভাগই হল কঠোর পরিশ্রম ও ইচ্ছা শক্তি। তাই আসুন আমাদের এই ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে আমাদের সমাজকে মাদকমুক্ত একটি আলোকিত সমাজ গড়ে তুলি।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, সৃষ্টিকর্তা প্রত্যেক মানুষকেই প্রতিভা দিয়ে সৃষ্টি করেছেন, যা তাদের ভেতর সুপ্ত অবস্থায় থাকে। মাদক, চাদাবাজি, সন্ত্রাসী নয় বরং এই প্রতিভাকে পুজি করে আমরা মাদকমুক্ত, সুখী, সমৃদ্ধ একটি ডিজিটাল বাংলাদেশ উপহার দিতে পারি।