— মারজানা তাহসীন
আকাশের রং এখনো ফ্যাকাশে।
আর চুল ছেঁড়ে রাখা যায় না।রাখা যায় না চোখ জোঁড়া মেলেও।
তবে চোখটা বুঝলে তুমি নামের একটা সাদা কালো প্রতিচ্ছবি ভেসে উঠে।ভেসে উঠে পুরোনো সকল গল্প।।।
নীলক্ষেতে ঘুরে বেড়ানোর সকল ছোট ছোট অলিগলি তোমার আমার গল্পের খানিকটা অংশীদার।
খানিকটা অংশীদার টিএসসির সকল দেওয়াল গুলো।
সকল জন্মানো গাছপালা।গাছের ডালে বসে থাকা সকল ধরনের পাখিরাও। অংশীদার হয়েছে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার।শহরের পিচ ধালা সকল রাস্তা,রাতের বেলার নীরবতা গুলো।।
হাত ধরা চুমু খাওয়া ব্যাপার গুলো আজকাল খুব স্বাভাবিক হলেও, আমার কেনো যেন তোমার হাত ধরতে খুব লজ্জা লাগত।
তারপরেও আমি বাচ্চাদের মতো তোমার পুরো বা হাতটা চেপে ধরে হেটে যেতাম।
আর তুমি দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে তাকিয়ে আমার কপালে একটা চুমু খেতে।।
তারপর তুমি আমাকে আর একটু শক্ত করে ধরে হাটতে।
আচ্ছা,
তুমি কি জানো প্রেমের সৌন্দর্যটা কিন্তু এখানেই।একটু ভয় পাওয়া,
লজ্জা পাওয়া।
দুই প্রান্ত থেকে জন্মানো এক ভালোবাসা ছিল আমাদের।।
এখন এই গল্প গুলো আমার চোখে সাদা কালো হয়ে ধরা দেয়।।
আমরা দুই শহরে থাকা দুটো মানুষ।
তাই ভাবছি একটা শহর বানাবো।
তখন তোমার আমার একটা মাত্র শহর হবে।আমরা একটা শহরের মানুষ হবো।
তখন আকাশের রং ফ্যাকাসে হলেও আমায় আর চুল বেঁধে রাখতে হবে না।
চোখজোড়া বন্ধ করে সাদাকালো গল্প নয় চোখজোড়া মেলেই তুমি নামের রঙ্গিন গল্প দেখব বিশাল আকাশে চুল উড়িয়ে, আমাদের শহরে।
লেখক : শিক্ষার্থী
অর্নাস ৩য় বর্ষ , প্রানিবিদ্যা বিভাগ
ঠাকুরগাঁও সরকারি কলেজ