প্রত্যয় ডেস্ক: বেলজিয়ামের স্বাস্থ্যমন্ত্রী ম্যাগি ডি ব্লক বলেছেন, ২০২১ সালের মার্চ মাসে বেলজিয়ামের প্রথম করোনভাইরাস ভ্যাকসিন পাওয়া যাবে। তিনি জানিয়েছে, প্রথম ভ্যাকসিনটি বেলজিয়ামে পাওয়া যাবে মার্চ মাসে এবং সানোফি এই ভ্যাকসিন সরবরাহ করবে। বেলজিয়ামে সরবরাহ এই ভ্যাকসিন (এবং অন্যান্য সদস্য রাষ্ট্রগুলিতে) প্রতি মাসে বিতরণ করা হবে।
তিনি আরো বলেছেন, এই ভ্যাকসিনটে দেয়ার ক্ষেত্রে “প্রথমে স্বাস্থ্যসেবা কর্মী এবং দুর্বল রোগীদের” অগ্রাধিকার দেয়া হবে। পরবর্তীতে সকল গোষ্ঠির জন্য এটি ১৫ লক্ষ ডোজ সরবরাহ করা হবে।
দুর্বল রোগীদের মধ্যে যাদের বয়স ৬৫ বছরেরও বেশি তারা অগ্রাধিকার পাবে। এছাড়া যাদের ডায়াবেটিস, স্থূলতা, উচ্চ রক্তচাপ এবং হার্ট ফেইলিওর মতো রোগ আছে তারাও অগ্রাধিকার পাবে।