স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার মালদ্বীপের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের। অধিনায়ক জামাল ভূঁইয়া এই ম্যাচটিকে উল্লেখ করেছেন ‘ম্যাচ অব দ্য ইয়ার’ হিসেবে।
মালদ্বীপের বিপক্ষে ম্যাচের পরদিন ঢাকায় আসবেন ব্রাজিলের সুপারস্টার রোনালদিনহো। ঢাকায় রোনালদিনহোর যে কর্মসূচি তার মধ্যে আছে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎকার।
সোমবার জামাল ভূঁইয়া বলেছেন, মঙ্গলবার ম্যাচ খেলে পরের দিন তিনি দেখা করবেন রোনালদিনহোর সঙ্গে। এরপর ২০ অক্টোবর উড়াল দেবেন আর্জেন্টনার পথে তার ক্লাব সোল দ্য মায়োতে যোগ দেওয়ার জন্য।
জামাল কি ২০ অক্টোবর আর্জেন্টিনা যাবেন? এ প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আগামীকাল মালদ্বীপের বিপক্ষে ম্যাচ শেষ হওয়া পর্যন্ত। কারণ, ২০ অক্টোবর জামালের আর্জেন্টিনা যাওয়ার টিকিট কাটা থাকলেও তার যাওয়া হবে না যদি বাংলাদেশ জিতে যায় মালদ্বীপের বিপক্ষে। আর হেরে গেলে তিনি শুক্রবারই ধরবেন আর্জেন্টিনার ফ্লাইট।
বাংলাদেশ যদি মালদ্বীপের বিপক্ষে জিতে যায়, তাহলে পাবে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের টিকিট। তখন দ্বিতীয় পর্বে বাংলাদেশ খেলবে ‘আই’ গ্রুপে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবাননের বিপক্ষে।
বাংলাদেশ এই যোগ্যতা অর্জন করলে দ্বিতীয় পর্বের ম্যাচ ঠিক এক মাস পর ১৬ নভেম্বর। বাংলাদেশকে প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে। তাই আগামীকাল বাংলাদেশ জিতলে ২০ অক্টোবর আর্জেন্টিনা যাওয়া হবে না জামালের।
দ্বিতীয় পর্বে উঠলে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ হবে ২১ নভেম্বর। হোম ম্যাচে প্রতিপক্ষ লেবানন। এরপর তৃতীয় ম্যাচ আগামী বছর ২১ মার্চ। তাই মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ জিতলে জামাল ভূঁইয়া আর্জেন্টিনা যাবেন ২১ নভেম্বর লেবাননের বিপক্ষে ম্যাচ খেলে।