স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এএফসি কাপের অ্যাওয়ে ম্যাচ খেলতে মালদ্বীপের মালতে পৌঁছেছে। আজ সন্ধ্যায় মালেতে অনুশীলন করার কথা ছিল কিংসের। তবে বৃষ্টির জন্য সেই অনুশীলন বাতিল করেন কোচ অস্কার ব্রুজন।
মালেতে সন্ধ্যায় ভারী বৃষ্টি হয়। ভেজা মাঠে অনুশীলনে ইনজুরির ঝুঁকি থাকায় অস্কার সেই ঝুঁকি নেননি। হোটেলে ফিরে কিছু শারীরিক কসরত করান শিষ্যদের।
করোনা মহামারির সময় অতিক্রম করে এএফসি কাপ আবার হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে ফিরেছে। ১৯ সেপ্টেম্বর মালদ্বীপের মার্জিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশনের বিপক্ষে এএফসি কাপের প্রথম ম্যাচ কিংসের। বসুন্ধরা কিংস মালদ্বীপের দলকে বরাবরই হারিয়ে এসেছে।
এএফসি কাপে দক্ষিণ এশিয়ার জোনে কিংসের প্রতিপক্ষ ভারতের দুই ক্লাব ওড়িষা, মোহনবাগান ও মালদ্বীপের মার্জিয়া। চার দল হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে ৬ টি ম্যাচ খেলবে। ৬ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দল পরবর্তী রাউন্ডে উঠবে।