প্রবাস: মালদ্বীপে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৬৯৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৬২৮ জনে।
একদিনে মালদ্বীপের বৃহত্তর রাজধানী অঞ্চল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ২৬৯টি। মোট ৭ হাজার ২৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বৃহত্তর রাজধানী অঞ্চলে শনাক্তের হার ২১ শতাংশ।
মালদ্বীপে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ মৃত্যুবরণ করেনি। এখন পর্যন্ত করোনায় ২৬৯ জনের মৃত্যুর রেকর্ড করা হয়েছে।শুক্রবার (২১ জানুয়ারি) নিয়মিত সংবাদ বুলেটিন মালদ্বীপের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা (এইচপিএ) এ তথ্য জানিয়েছে।
এইচপিএ রিপোর্ট অনুযায়ী, ১ হাজার ৬৯৭ জনের মধ্যে; বৃহত্তর রাজধানী অঞ্চলে শনাক্ত ৬৭৭ জন। রাজধানী মালে’র বাইরে আবাসিক দ্বীপ থেকে ৬৮০ জন। রিসোর্ট থেকে ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি থেকে সুস্থ হয়েছে ৬৯৯। এই নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১ লাখ ৮ হাজার ১১ জন।দেশটিতে মোট করোনায় আক্রান্ত রোগীর রয়েছে ১১ হাজার ৫৩৫ জন। হাসপাতালে ভর্তি ৪৯ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।