দৈনিক প্রত্যয় ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার করোনা টেস্ট পজিটিভ হয়েছে। এর আগে কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন মাশরাফি। জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে করোনা টেস্ট করান নড়াইল এক্সপ্রেস। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন বলে জানা গেছে।
এর আগে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়কের শাশুড়ি ও তার স্ত্রী সুমনা হকের এক ভাগনি। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা। তবে তাদের সংস্পর্শে আসেননি মাশরাফি। আক্রান্ত হয়েছে অন্য কোনোভাবে।
করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর এলাকার মানুষের সহায়তার জন্য দুই দফায় নড়াইল গিয়েছিলেন মাশরাফি। তবে সেটিও বেশ আগে। নড়াইল থেকে ঢাকায় ফিরে আলাদা একটি বাসায় কোয়ারেন্টিনে ছিলেন দুই সপ্তাহ। তার পর বাসায় ফিরে সাবধানেই ছিলেন। বাইরে খুব-একটা যাননি। তার পরও রক্ষা পেলেন না আক্রান্ত হওয়া থেকে।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়কের করোনাভাইরাস আক্রান্তের খবর প্রকাশ হতেই সামাজিক মাধ্যম ছেয়ে যায় তার জন্য প্রার্থনায়। জাতীয় দলের পেসার রুবেল হোসেন মাশরাফির করোনা আক্রান্তের একটি খবর শেয়ার করে ফেসবুকে লিখেছেন, ‘খবরটি শুনে খুবই শকড হয়েছি। আশাকরি খুব দ্রুতই সুস্থ হয়ে যাবেন মাশরাফি ভাই। সবাইকে মাশরাফি ভাইয়ের সুস্থতার জন্য দোয়া করতে অনুরোধ করছি।’
একইভাবে ইমরুল কায়েসও তার জন্য দোয়া চেয়েছেন সবার কাছে। দোয়া চেয়েছেন সাব্বির রহমান, তাসকিন আহমেদও।
ফেসবুকে এখন প্রায় সবার টাইম লাইনে মাশরাফির করোনা আক্রান্তের খবরই প্রাধান্য পেয়েছে। সবাই সবার কাছে দোয়া চাইছেন মাশরাফির করোনামুক্তির জন্য।
ডিপিআর/ জাহিরুল মিলন